মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নেতারা শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক যৌথ বিবৃতিতে বলেন, "১৮৮৬ সালের শিকাগো হে মার্কেটের আত্মত্যাগের ইতিহাস আজও শ্রমিকদের সংগ্রামের প্রেরণা। মে দিবস শুধু উৎসবের নয়, শোষণমুক্তির সংগ্রামে নতুন শপথ নেওয়ার দিন।"
ন্যাপ নেতারা শ্রমিকদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার নিশ্চয়তার ওপর জোর দিয়ে বলেন, "গার্মেন্টস শিল্পসহ সব ক্ষেত্রে শ্রমিক-মালিক সম্পর্কে ভারসাম্য আনতে হবে। কিছু অসাধু মালিক ও ভুয়া শ্রমিক নেতার কারণে প্রকৃত শ্রমিকরা বঞ্চিত হচ্ছে।" তারা শ্রমিক ছাঁটাই বন্ধ ও ন্যায্য মজুরির দাবি জানান।
বিবৃতিতে ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিক নেতা পারসন্সের সেই ঐতিহাসিক উক্তি স্মরণ করা হয়: "আমাদের প্রাণ উৎসর্গ করছি পৃথিবীর সকল মানুষের দাবি প্রতিষ্ঠার জন্য।" ন্যাপ নেতারা এই দর্শনকে আজও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।
#মে_দিবস #শ্রমিক_অধিকার #ন্যাপ #মেহনতি_মানুষ #শোষণমুক্তি
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            