গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মতবিনিময় সভায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় যমুনা টিভির ক্যামেরাপারসন রকি হোসেনসহ তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুরে চাঁদপুর ইউনিয়নের চোরাগআলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম ও তার গাড়িচালক দেলোয়ার হোসেন। রকি হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সভা চলাকালে ২০-২৫টি মোটরসাইকেলযোগে একদল যুবক এসে মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। এসময় সাংবাদিকরা ঘটনা কভার করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সেলিম অভিযোগ করেন, "হামলাকারীরা আমাদের জেলা যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিয়ে হামলা চালিয়েছে। এরা আগেও আমাদের সভায় বাধা দিয়েছে।"

এদিকে শাহ রিয়াজুল হান্নান বলেন, "সংবাদকর্মীদের ওপর হামলা নিন্দনীয়। তদন্তে যদি আমাদের কোনো কর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে।

গাজীপুর প্রেসক্লাব এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি করেছে। অন্যদিকে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে।

news