জাতীয় নির্বাচনের আগে পাঁচটি মূল সংস্কার বাস্তবায়ন দেখতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবির কথা জানান।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, “নির্বাচনের আগে যদি কিছু মৌলিক সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা ৪১টি সুপারিশ দিয়েছি, তার মধ্যে অন্তত ৫টি বাস্তবায়ন জরুরি।”

তিনি জানান, এই পাঁচ দফা সংস্কারের মধ্যে রয়েছে:
১. অপরাধীদের বিচারের দৃশ্যমান অগ্রগতি,
২. নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা তৈরি,
৩. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা,
৪. নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন,
৫. নিরপেক্ষ নির্বাচন কমিশনের ভূমিকা নিশ্চিত করা।

তিনি বলেন, “আসন্ন নির্বাচন যেন নিরপেক্ষ হয়, তার জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হবে। এতে নির্বাচন কমিশনের স্বচ্ছতা যাচাই হবে এবং জনগণের কষ্টও কিছুটা লাঘব হবে।”

জামায়াত নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে বলেন, “আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়কে গ্রহণযোগ্য মনে করি। যদিও সরকারের এখতিয়ার সিদ্ধান্ত নেওয়ার, আমরা শুধু মতামত দিতে পারি।”

তিনি আরও বলেন, “ডিসেম্বরে যদি নির্বাচন হয় এবং তাতে সুষ্ঠু পরিবেশ থাকে, তাহলে জামায়াত অংশ নিতে প্রস্তুত। সময় নয়, সমতল মাঠই আমাদের মূল দাবি।”

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “প্রবাসীরা দেশের নাগরিক, তাদের ভোটের সুযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের কাছেও আমরা এ বিষয়ে দাবি জানিয়েছি।”

জামায়াত আমিরের ভাষ্য অনুযায়ী, দলটি এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন চায়।

news