একের পর এক বড় নাম যোগ দিচ্ছে বিএনপিতে। এবার সেই তালিকায় নাম লিখালেন রেজা কিবরিয়া। এই ঘটনার মধ্যেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেয়া এক সতর্কবার্তায় বলেছেন, বিএনপি যদি রাজপথে নামে, তাহলে ষড়যন্ত্রকারীদের সব হিসাব-নিকাশ উল্টেপাল্টে যাবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোরে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলামের একটি স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
ফখরুল বলেন, সরকারের উপদেষ্টারা যেন রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে না করেন। তিনি জোর দিয়ে বলেন, "নির্বাচনের দিনই হবে গণভোট। এখন আর টালবাহানা চলবে না। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। না হলে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে প্রমাণিত হবে।"
বিএনপির জোরালো অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি যোগ করেন, "বিএনপি কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল। এই দল আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে সংগ্রাম করা বেগম খালেদা জিয়ার দল। তাই বিএনপিকে কেউ ভয় দেখাতে পারবে না। আমরা কোনো ভেসে আসা দল নই।"
ফখরুল তার বক্তব্যে দলটির নেতা-কর্মীদের ওপর হওয়া নির্যাতনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, "ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা-কর্মী গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিএনপির ৬০ লাখেরও বেশি নেতা-কর্মীর নামে মামলা দেয়া হয়েছে।" তিনি সাবধান করে দিয়ে বলেন, "আমরা যদি সিদ্ধান্ত নেই রাজপথে নামি, তাহলে যারা ষড়যন্ত্র করছেন, তাদের সব রাজনৈতিক হিসাব সম্পূর্ণ বদলে যাবে।"
শেষ করে, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, "নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে এই সব সংকট থেকে মুক্তির পথই এখন আপনাদের দেখাতে হবে।"
