নির্বাচন বিলম্বিত বা বানচালের ষড়যন্ত্র দেখা গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনমুখী দল, তাই সব সময় নির্বাচন চেয়েছে। আমরা সত্যিকার অর্থে আশার সঙ্গে নির্বাচনের দিকে যেতে চাই।
তিনি বলেন, রাজনৈতিক কাঠামো বদলানো দরকার, তাই ভিশন-২০৩০ বিএনপি ঘোষণা করেছে। আমরা ক্ষমতায় গেলে কি করবো তা ৩১ দফার মধ্যে তুলে ধরেছি। আমরা অর্থনীতির জন্য স্বয়ংসম্পূর্ণ পরিকল্পনা করেছি। পাঁচ বছরে পর্যায়ক্রমে একটি স্থির অবস্থায় দাঁড়াবো। আমরা আশাবাদী। আমরা ক্ষমতায় গেলে এমন একটা জায়গায় নিয়ে যাবো জনগণ স্বস্তিতে থাকবে।
বিএনপির এই নেতা আরও বলেন, মব তৈরি করা গণতন্ত্র নয়। গণতন্ত্র একটা চর্চার বিষয়। বিএনপি এতটা দেউলিয়া হয়নি যে ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করতে হবে।
