বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হয়েছেন এ বি এম আব্দুস সাত্তার।  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবাইকে জানানো যাচ্ছে যে, সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ বি এম আব্দুস সাত্তার এর আগে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন। সবশেষ গত বছরের অক্টোবরে তিনি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবে মনোনীত হয়েছিলেন।
এ বি এম আব্দুস সাত্তার বর্তমানে রূপালী ব্যাংক পিএলসির বোর্ড অব ডিরেক্টর্সের পরিচালক হিসেবে কাজ করছেন। এ ছাড়া তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন।

এ বি এম আব্দুস সাত্তার ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডারে) যোগ দিয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করেছেন।

এছাড়া তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), একাধিক জেলার জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিভিন্ন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। লম্বা কর্মজীবনে দেশ-বিদেশে প্রশাসন ও সুশাসন নিয়ে অনেক প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
শিক্ষাজীবনে এ বি এম আব্দুস সাত্তার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। একই বিশ্ববিদ্যালয় থেকে আইনেও স্নাতক (এলএলবি) করেছেন তিনি।

১৯৫৫ সালের ২ নভেম্বর বগুড়া জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হয় এ বি এম আব্দুস সাত্তারের। তিনি রফিক উদ্দিন আহমেদ ও বেগম রাশিদা খাতুনের সন্তান। ব্যক্তিজীবনে তিনি এক কন্যাসন্তানের বাবা।
এ বি এম আব্দুস সাত্তার বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন এই সাবেক সচিব। এর আগে দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে কাজ করেছেন।

 

news