দুয়েকদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আসন্ন জাতীয় নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

মির্জা ফখরুল বলেন, বহু বছর পর মানুষ আবার সেই ভোটাধিকার ফিরে পেয়েছে। নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, টেলিভিশনের বিভিন্ন টকশোতে নানা ধরনের শঙ্কার কথা শোনা গেলেও দল হিসেবে বিএনপি কোনো উদ্বেগ অনুভব করছে না।

নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি আরও বলেন, নির্বাচন তার নিজস্ব গতিতেই এগিয়ে যাচ্ছে এবং সবার সহযোগিতায় নির্বাচন কমিশন এটি সফলভাবে সম্পন্ন করতে পারবে বলে বিএনপি বিশ্বাস করে।

মব সহিংসতার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, মবোক্রেসি বা উচ্ছৃঙ্খল জনতার শাসন গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। দেশকে এই অবস্থা থেকে বের করে আনতেই সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া রাজকীয়ভাবে প্রস্থান করেছেন। একই সঙ্গে তার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন মির্জা ফখরুল।

এ সময় অন্যান্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে যে সুযোগ পেয়েছি, সেটির সঠিক ব্যবহার করি। গণতন্ত্র এক দিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক সংস্কৃতিও এক দিনে গড়ে ওঠে না। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

একটি গণতান্ত্রিক সংসদ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, বরাবরের মতো এবারও সিলেট থেকেই বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু হবে।

তিনি আরও বলেন, এই নির্বাচন জাতির জন্য—বিশেষ করে তাদের জন্য, যারা এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গণমাধ্যমে নানা আশঙ্কার কথা শোনা গেলেও বিএনপি শুরু থেকেই নির্বাচন চেয়েছে এবং নির্বাচন নিয়ে দলের কোনো শঙ্কা নেই।

 

news