১৫ মাস পর টেস্টে ফিফটি করলেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়া দলের ভারত সফরে অবশেষে মিলছে রানের দেখা। আহমেদাবাদে অজিদের পাহাড়সম স্কোরের জবাব ভালোভাবেই দিচ্ছে ভারত। ম্যাচের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারত তুলেছে ৩ উইকেটে ২৮৯ রান। এখনও তারা অজিদের প্রথম ইনিংস থেকে ১৯১ রান পিছিয়ে আছে। ম্যাচের তিন দিন হয়ে গেলেও দুই দলের প্রথম ইনিংসই শেষ হয়নি।

অজিদের ৪৮০ রানের জবাবে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের ওপেনার শুভমান গিল। আজ মধ্যাহ্ণ ভোজের পর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিতে গিল খেলেন ১৯৪ বল। নাথান লায়নের বলে আউট হওয়ার আগে খেলেন ২৩৫ বলে ১২ চার ১ ছক্কায় ১২৮ রানের ইনিংস। ৭৪ রানের ওপেনিং জুটিতে অধিনায়ক রোহিত শর্মার অবদান ৩৫ রান।

তিনে নামা চেতেশ্বর পূজারার (৪২) সঙ্গে শুভমানের ১১৩ রানের জুটিটা ভারতকে শক্ত ভিত এনে দেয়। সাদা পোশাকে দীর্ঘদিন পর রানের দেখা পেলেন বিরাট কোহলি। দিনের শেষ বেলায় ১০৭ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৯ নম্বর ফিফটি। এই ফরম্যাটে তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২২ সালের জানুয়ারি মাসে কেপটাউন টেস্টে। দিনশেষে কোহলি অপরাজিত আছেন ৫৯* রানে। আগামীকাল তার সামনে সেঞ্চুরির দারুণ সুযোগ। কোহলির সঙ্গী রবীন্দ্র জাদেজা অপরাজিত ১৬* রানে।

এনবিএস/ওডে/সি

news