জয়ের দ্বারপ্রান্তে এসে মিরাজকে হারালো বাংলাদেশ

জোফরা আর্চারের বলে তুলে মারতে গিয়ে আউট হলেন মিরাজ। তবে তার আগে কাজের কাজ করে দিয়েছেন তিনি। বাংলাদেশের দরকার ২৬ বলে ২১ রান।

১৫তম ওভারে মিরাজ মইনের বলে ছক্কা হাকিয়ে পরের বলে শান্তকে স্ট্রাইক দিলেন। শান্ত এসেই চার হাকালেন। বাংলাদেশের দরকার আর মাত্র ২৩ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৬ রানে ব্যাট করছে বাংলাদেশ।

ভালো শুরু করা তৌহিদকে ফেরালেন রেহান আহমেদ। তৃতীয় উইকেট হারালো বাংলাদেশ। ক্রিজে এসেছেন মেহেদী মিরাজ।

আদিল রশিদকে দশম ওভারে দুইবার সিমানা ছাড়া করলেন তৌহিদ হৃদয়। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫৫ রান। শান্ত এবং তৌহিদ দুজনেই ১৭ রানে ব্যাট করছেন।

ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। তবে স্যাম কারানের বলে তুলে মারতে গিয়ে সিমানায় ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। তারপর রনি তালুকদারকে ফেরালো জোফরা আর্চার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ১১৭ রানে অলআউট হয় সফরকারীরা। ফলে প্রথম ম্যাচ জয়ের পর আজ সিরিজ জিততে টাইগারদের সামনে লক্ষ্য ১১৮ রান। সে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছেন দুই ব্যাটার।

এনবিএস/ওডে/সি

news