ম্যাচ থেকে আমাদের ছিটকে দিয়েছে স্বাগতিকরা: জস বাটলার
ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে টাইগাররা। এর আগে কখনও ইংলিশদের ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে হারাতে পারেনি তারা।
জস বাটলার বলেন, এটি ভিন্ন ধরনের টি-টোয়েন্টি খেলা ছিল। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তারা অসাধারণ খেলেছে। ম্যাচ থেকে আমাদের ছিটকে দিয়েছে স্বাগতিকরা। আমাদের কোনো ব্যাটারই আউট হতে চায়নি। তবে উইকেট কঠিন ছিল। ফলে ব্যাটিং ইনিংস শুরু করতে কষ্ট হয়েছে। বেন ডাকেটের সঙ্গে আমাদের কারো জুটি বাঁধা জরুরি ছিল। কিন্তু সেটা হয়ে উঠেনি।
তিনি আরও বলেন, আমরা দারুণ বোলিং করেছি। উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে চাপে রেখেছি। লো-স্কোরিং ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ঐক্যবদ্ধভাবে সবার প্রচেষ্টার জন্য আমি গর্বিত।
এনবিএস/ওডে/সি