সিরিজ জয়ের পর যা বললেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ দল। রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানদের ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এমন সিরিজ জয় সামনের দিকে ভালো করতে আরও আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন টাইগার অধিনায়ক। 

ম্যাচ জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘অবশ্য ভালো লাগছে। কারণ ওদের সঙ্গে টি-টোয়েন্টিতে খুব ভালো রেজাল্ট ছিল না এর আগ পর্যন্ত। যেহেতু এ রকম কন্ডিশনে ওদের সঙ্গে একটি সিরিজ জিততে পারলাম, আমার কাছে মনে হয় এটা আমাদেরকে সামনের দিকে আত্মবিশ্বাস দেবে ভালো ফলের জন্য।’

চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই বাংলাদেশের। যে কারণে অধিনায়ক সাকিব বলছিলেন, ‘টি-টোয়েন্টি মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত মোমেন্টাম ভালো আছে। এরপর কবে টি-টোয়েন্টি জানিও না। আশা করি জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে হবে বিপিএলের পরপর।’

‘বিপিএলের পরপর আমাদের দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো থাকে। আমি হোপফুল যে বিপিএলটা হবে ওখানে যারা পারফর্ম করে ওদেরকে নিয়ে আমরা সামনের দিকে আগাবো। আমরা ভালো রেজাল্টগুলো করতে থাকবো।’- যোগ করেন সাকিব।

এদিকে সিলেট মাঠের সর্বশেষ ম্যাচের উইকেটের আচরণ নিয়ে সাকিব বলেন, ‘আমরা মাঝে বেশ কয়েকটি উইকেট হারিয়েছে। এমন উইকেটে স্পিনারদের বল করা কঠিন ছিল। আমাদের বিশ্বাস ছিল এই রান তাড়া করতে পারবে। দিনের বেলায় এখানে ভালো সিম হচ্ছিল এবং বাউন্স পাচ্ছিল পেসাররা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা’

এনবিএস/ওডে/সি

news