খেলোয়াড় কেনার জন্য কারো সঙ্গে কথা হয়নি, কারণ আমি এজেন্ট নয়

 দলবদলের বাজারে গুঞ্জন উঠেছিলো সৌদি আরবের ক্লাবটির সর্বশেষ লক্ষ্য পোর্তোর পর্তুগিজ তারকা ওতাভিও। স্বদেশি সতীর্থকে আল নাসরে নাম লেখানোর বিষয়ে বোঝাতে রোনালদো ফোন করেছিলেন, এমন খবর ছড়িয়েছিলো কয়েকদিন আগে।

২৮ বছর বয়সী ওতাভিওকে নিজের ক্লাবে পেতে সত্যিই কি ফোন করেছিলেন রোনালদো, গত শুক্রবার পর্তুগালের ক্লাব ফারেনেসের বিপক্ষে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে আল নাসরের ৫-১ ব্যবধানে জয়ের পর তাঁকে প্রশ্নটা করা হয়েছিল।

রোনালদো সেই প্রশ্নের উত্তরে বলেছেন, অনেক খেলোয়াড়ের কথাই বলা হয়েছে। আমি কারও সঙ্গে কথা বলিনি। কারণ, আমি এজেন্ট নয়। আরও ১০–১৫ জনের মতো ওতাভিওর সঙ্গেও (আল নাসর) কথা বলেছে। এ বিষয়ে এখনো কোনো খবর নেই। অবশ্যই আমরা দলের শক্তি বাড়াব। কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট কারও নাম আসেনি।

ওতাভিওকে পাওয়ার খুব কাছাকাছি কি এসে গেছে আল নাসর, এমন এক প্রশ্নের উত্তরে রোনালদো যোগ করেন, ডাহা মিথ্যা। সংবাদমাধ্যম খবরটি দিয়েছে। কিন্তু এখনো কিছুই চূড়ান্ত হয়নি। এটা ঠিক যে আমরা দলের শক্তি আরও বাড়াব। কিন্তু এখনো কিছুই ঠিক হয়নি।

ব্রাজিলে জন্ম নেওয়া পর্তুগালের উইঙ্গার ওতাভিও ৯ বছর ধরে পোর্তোতে খেলছেন। ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ আছে আরও ২ বছর। তাঁকে এই মুহূর্তে পেতে হলে রিলিজ ক্লজ হিসেবে ৩ কোটি ৬০ লাখ ইউরো (৪৪০ কোটি ৮২ লাখ টাকা) খরচ করতে হবে আল নাসরকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news