ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড খেলতে পারে বিশ্বকাপের সেমিফাইনালে: বীরেন্দর শেবাগ 

 অক্টোবরে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে শুরু হয়ে গেছে সমীকরণ মেলানো। কারা খেলবেন শেষ চারে, কারাই বা লড়বেন শিরোপার লড়াইয়ে কিংবা কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ। 

ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও সাবেক ব্যাটিং তারকা বীরেন্দর শেবাগ জানালেন আসন্ন বিশ্বকাপে কারা খেলতে পারে সেমিফাইনাল। দলগুলোর বর্তমান পারফরম্যান্স, গেম প্ল্যান ও অভিজ্ঞতার বিচারে চারটি দলকে বাছাই করেছেন তিনি। 

ভারতের সাবেক এই ওপেনারের মতো এবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেবাগ বলেন, যদি আমাকে চারটি দল বেছে নিতে হয়- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান এই চারটি দলকে বেছে নিবো। এরাই সেমিফাইনালিস্ট। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অবশ্যই সেখানে থাকবে কারণ তারা যে ধরনের ক্রিকেট খেলছে তাতে তাদের সম্ভাবনাই থাকে। এছাড়াও, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া উপমহাদেশে ভালো ক্রিকেট খেলতে পারে।

আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ লড়াই। একই ভেন্যুতে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। এবারের আসরে মোট ১০টি দল অংশগ্রহণ করবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি 

news