এবার ম্যানচেস্টার সিটিকে ক্লাব বিশ্বকাপ জেতাতে চান কোচ পেপ গার্দিওলা

 গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর স্বপ্নপূরণ করেছেন কোচ পেপ গার্দিওলা। মৌসুমে ট্রেবল জয়ে দুর্দান্ত এক কীর্তিও গড়ে ক্লাবটি। এবার গার্দিওলার সামনে সুযোগ সিটির হয়ে বৃত্তপূরণের।

সিটির হয়ে একটি ছাড়া সম্ভাব্য সব শিরোপা জিতেছেন গার্দিওলা। বাকি থাকা সেই শিরোপা হচ্ছে ক্লাব বিশ্বকাপ। গার্দিওলা নিজে বার্সেলোনার হয়ে দুবার এবং বায়ার্ন মিউনিখের হয়ে একবার এই ট্রফি জিতেছিলেন। এবার সুযোগ সিটির হয়ে শিরোপাটি জেতার।

সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আজ রাতে সেমিফাইনালে ম্যানসিটি মুখোমুখি হবে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসের। এই ম্যাচ জিতলে শুক্রবারের ফাইনালে সিটি খেলবে ব্রাজিলের ফ্লুমিনেন্সের বিপক্ষে। 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আমরা এটা জিততে চাই। এ ট্রফিটি আমাদের নেই। ছোট বৃত্তপূরণ করার এবং সম্ভাব্য সবকিছু জেতার এটা একটা সুযোগ। হয়তো আমরা এই সুযোগ আর পাব না। প্রিমিয়ার লিগে আমাদের প্রতি তিন দিন অন্তর ম্যাচ থাকে, এটা কঠিন। খেলোয়াড়রা বিষয়টা জানে এবং আমরা চেষ্টা করব ভালো করার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news