টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার উপযুক্ত হয়নি যুক্তরাষ্ট্রের মাঠ, নজর নেই আইসিসির

 শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। বহুদেশীয় এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ সহ-আয়োজক। ২০টি দল টুর্নামেন্টে অংশ নেবে। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবার আইসিসির কোনও বড় টুর্নামেন্টের আয়োজন করবে। মোট ১৬টি ম্যাচ হবে। যার মধ্যে আটটি ম্যাচ নিউইয়র্কে মডুলার ব্যবস্থায় হবে।
 
নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেটির নির্মাণকাজ এখনও শেষ হয়নি, সেখানে ৯ জুন হবে ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তানের খেলা ছাড়াও, শেষ হওয়ার আগে ভারত একই মাঠে আয়ারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে। ফ্লোরিডায় গ্রুপ পর্বের ম্যাচ খেলবে কানাডার বিরুদ্ধে। ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউইয়র্কের উপকণ্ঠে একটি মডুলার ব্যবস্থা করতে ৩০ মিলিয়নের বেশি মার্কিন ডলার ব্যয় হচ্ছে। এই অস্থায়ী কাঠামো, এক সপ্তাহ পরে ভেঙে দেওয়া হবে। স্থায়ী কাঠামো তৈরির জন্য বিপুল আর্থিক খরচ। তাই সেই রাস্তায় হাঁটছেন না আয়োজকরা। ভেন্যু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়ার কারণ, আইসিসি ক্রিকেটকে বিভিন্ন দেশে প্রসারিত করতে চায়। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আইসিসির পাখির চোখ। যদিও, প্রাথমিকভাবে জানা গিয়েছে, ম্যাচের যে সময় বাছা হয়েছে, তাতে স্থানীয় দর্শক পাওয়া মুশকিল। প্রতিটি স্টেডিয়ামে দর্শকাসন সংখ্যা থাকবে ৩০ হাজার। আর, সেখানকার ম্যাচগুলো হবে ভারতীয় প্রাইম টাইমে। সেক্ষেত্রে বাইরের দেশের দর্শকরাই দর্শকাসন ভরাবে বলে মনে করছেন আয়োজকরা।

তবে মাঠের অবস্থাও তথৈবচ। এখন পর্যন্ত মাঠের যে চিত্র দেখা  গেছে, ক্রিকেট খেলার উপযুক্ত করে তৈরি করা হয়নি। বর্তমানে তা সবুজ খোলা মাঠের পর্যায়ে রয়েছে। আইসিসি অবশ্য আশাবাদী, উপযুক্ত সময়ের মধ্যেই যাবতীয় ব্যবস্থা হয়ে যাবে। এক্ষেত্রে ড্রপ-ইন পিচ ব্যবহার করা হতে পারে। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহের নেতৃত্বাধীন আইসিসির আর্থিক কমিটিও গোটা ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে। কারণ, অনেক খরচা হচ্ছে। সবচেয়ে বড় কথা, ক্রিকেট দলগুলোর অনুশীলনের উপযুক্ত ব্যবস্থা নেই। আইসিসি অবশ্য জানিয়েছে, ডালাস, ফ্লোরিডা এবং নিউ ইয়র্কের কাছাকাছি বিভিন্ন জায়গায় এই সুবিধা আছে। তবে, সেটা কতটা সত্যি তা এখনও স্পষ্ট হয়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news