ভারত-পাকিস্তান মানেই দর্শকের চোখে আলাদা উত্তেজনা। মাঠের লড়াই ছাড়াও এই ম্যাচকে ঘিরে আবেগ থাকে তুঙ্গে। তবে সেই আবেগে ভেসে যেতে নারাজ ভারতের কোচ গৌতম গম্ভীর। তাঁর স্পষ্ট নির্দেশ— ক্রিকেটারদের ফোকাস থাকতে হবে শুধু ম্যাচ আর জয়ের দিকে।

রবিবারের পাকিস্তান ম্যাচকে সামনে রেখে সাংবাদিক বৈঠকে দলের ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে জানালেন, “গৌতি সবাইকে বলেছে, অযথা আবেগে ভেসে যেও না। যা আমাদের নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে ভাবতেও বারণ করেছে। শুধু মাঠে ভালো খেলার দিকেই মনোযোগ দিতে হবে।”

তিনি আরও যোগ করেন, “সবচেয়ে কঠিন ছিল এই ম্যাচটা আদৌ হবে কি না, সেই অনিশ্চয়তা। তবে আমরা পেশাদার ক্রিকেটার, তাই আবেগের জায়গা মাঠে আনা যাবে না। প্রত্যেকেই দেশের হয়ে খেলছে, সেই দায়িত্ববোধ নিয়েই নামবে।”

এর আগে পুলওয়ামা হামলার পর গম্ভীর প্রকাশ্যে পাকিস্তানের সঙ্গে না খেলার দাবি তুলেছিলেন। তবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না পাকিস্তানের সঙ্গে, কিন্তু এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টের মতো বহুপাক্ষিক প্রতিযোগিতায় অংশ নেবে।

দুশখাতে বলেন, “অনেকেই বলেন খেলাধুলো আর রাজনীতি আলাদা রাখা উচিত। আমরা শুধু ক্রিকেট খেলেই দেখাবো দেশের প্রতি দায়বদ্ধতা।”

মাঠে তাই আর কোনও বাড়তি উত্তেজনা নয়, শুধু জয়টাই একমাত্র লক্ষ্য টিম ইন্ডিয়ার।

 

news