সিরি আ’য় মিলল রোমাঞ্চকর এক ম্যাচের স্বাদ। শনিবার (১৩ সেপ্টেম্বর) যোগ করা সময়ের গোলে ইন্টার মিলানকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। তুরিনের ক্লাবটির হয়ে গোল করেন লয়েড কেলি, কেনান ইলদিজ, খেফরান থুরাম ও বদলি হিসেবে নামা ভাসিলিজে আদজিচ। অন্যদিকে, ইন্টার মিলানের হয়ে হাকান চলহানোগলু করেন দুই গোল এবং একটি গোল করেন মার্কাস থুরাম।
এই জয়ে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে জুভেন্টাস, তালিকায় তারা এখন দুইয়ে। সমান ম্যাচ খেলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে ইন্টার।
বিশেষ এক আবেগও জড়িয়ে ছিল এই ম্যাচে। ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী লিলিয়ান থুরামের দুই ছেলে ইতালিয়ান ফুটবলে আলো ছড়াচ্ছেন। ছোট ছেলে খেফরান খেলেন জুভেন্টাসে, আর বড় ছেলে মার্কাস খেলেন ইন্টার মিলানে। একই ম্যাচে দুই ভাই মুখোমুখি হয়ে গোল করলেও শেষ হাসি হেসেছে ছোটভাই খেফরান।
খেলার পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ছিল ইন্টার মিলান। তারা ১৮টি শট নেয়, যেখানে জুভেন্টাস নেয় ১২টি। তবে দু’দলই সমান চারটি করে শট রাখতে পেরেছে লক্ষ্যে।
১৪ মিনিটে স্বাগতিক জুভেন্টাসকে এগিয়ে দেন লয়েড কেলি, হাফ ভলিতে দুর্দান্ত এক গোল করে। ৩০ মিনিটে দূরপাল্লার শটে ইন্টারকে সমতায় ফেরান হাকান চলহানোগলু।
৩৮ মিনিটে ফের লিড নেয় জুভেন্টাস। অনেকটা দূর থেকে বুলেট গতির শটে গোল করেন কেনান ইলদিজ। বিরতির সময় পর্যন্ত এগিয়ে ছিল জুভেন্টাস।
৬৫ মিনিটে আবারও সমতায় ফেরান চলহানোগলু। সতীর্থের হেড বুক দিয়ে নামিয়ে জোরালো শটে গোল করেন এই তুর্কি মিডফিল্ডার। ৭৬ মিনিটে হেডে গোল করে ইন্টারকে এগিয়ে দেন মার্কাস থুরাম। তবে ৮২ মিনিটে গোল করে জুভেন্টাসকে সমতায় ফেরান তারই ছোট ভাই খেফরান থুরাম।
ম্যাচটি ড্রয়ের দিকেই যাচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে ডান পায়ের জোরালো শটে গোল করে জুভেন্টাসকে উল্লাসে ভাসান বদলি আদজিচ। নাটকীয় এই গোলেই নিশ্চিত হয় জুভেন্টাসের জয়।


