এশিয়া কাপে বাংলাদেশকে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এশিয়া কাপে বাংলাদেশকে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তার উপস্থিতিতে জয় উপহার দিতে পারেনি লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ ৬ উইকেটের ব্যবধানে।
এই হারের ফলে সুপার ফোরে ওঠা নিয়ে শঙ্কা তৈরি হলেও ক্রিকেটারদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তার মতে, এখনো আশা ছাড়ার সময় হয়নি।
আসিফ মাহমুদ বলেন,
“হতাশ হওয়ার কিছু নেই। আমি মনে করি আশাবাদী থাকা উচিত। আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে। যদিও আজকের ম্যাচ আরও ভালো হতে পারত। শুরু থেকেই আমাদের দলে ধারাবাহিকতার সমস্যা রয়েছে। তবে আশা করি, পরের ম্যাচে ছেলেরা ভালো খেলবে।”
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। কী নিয়ে কথা হয়েছিল? উত্তরে জানান,
“খেলার আগে তো বেশি কিছু বলার সুযোগ থাকে না। শুধু বেস্ট অব লাক জানিয়েছি, আর তাদের কথা শুনেছি।”
শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও এখনো সুপার ফোরের আশা বেঁচে আছে টাইগারদের সামনে। এর জন্য আফগানিস্তানকে হারাতে হবে, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে নানা সমীকরণের দিকে।
আশাবাদী ক্রীড়া উপদেষ্টা বলেন,
“এটা পুরোপুরি আমাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। পরের ম্যাচেই বোঝা যাবে আমরা কোথায় দাঁড়িয়ে।”


