বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ক্রিকেট দুনিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে উত্তেজনায় ভাসছে পুরো বিশ্ব।
যেখানে বেশিরভাগ ক্রিকেটবোদ্ধা ভারতকেই ফেবারিট মানছেন, সেখানে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক জানালেন ভারতকে হারানোর বিশেষ ৫টি ফর্মুলা। তার মতে, সঠিক পরিকল্পনায় খেলতে পারলে পাকিস্তান জিততে পারে এই হাইভোল্টেজ লড়াই।
মালিকের প্রথম শর্ত—শুরুতেই আঘাত হানতে হবে পাকিস্তানি পেসারদের। তিনি বলেন, “টস তো ভাগ্যের ব্যাপার। তবে ভারতের শুরুর দিকে যদি তিন-চারজন ব্যাটসম্যানকে দ্রুত ফেরানো যায়, তাহলেই ম্যাচের চিত্র পাল্টে যাবে। কম রানে তাদের আটকে দিতে পারলেই খেলার রঙ বদলাবে।”
তিনি আরও যোগ করেন, “এভাবে খেলতে পারলে ভারতের ইনিংস ১৫০-১৬০ রানের মধ্যে থামানো সম্ভব। আর সেখানেই জয়ের সম্ভাবনা তৈরি হবে পাকিস্তানের।”
শোয়েব মালিক দ্বিতীয় ফর্মুলা হিসেবে মাঝের ওভারে স্পিনারদের ভূমিকা নিয়ে কথা বলেন। তার ভাষায়, “যদি সুফিয়ান মুকিম আর আবরার আহমেদ দুজনই একসঙ্গে খেলানো হয় এবং প্রত্যেকে অন্তত ৩টা করে উইকেট নেয়, তবে ভারতের বিপক্ষে জেতার আসল সুযোগ তৈরি হবে। কারণ, ভারতের ব্যাটসম্যানদের উইকেট না ফেললে ম্যাচে টিকে থাকাই কঠিন।”
প্রসঙ্গত, দুই দলই দারুণ ফর্মে আছে। নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করে, সেই রান তাড়া করতে সময় লাগে মাত্র ৪.৩ ওভার। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে ব্যাট হাতে তোলে ১৬০ রান, পরে বল হাতে ওমানকে গুটিয়ে দেয় মাত্র ৬৭ রানে।
তবে টি-টোয়েন্টির ইতিহাস বলছে অন্য কথা। দুই দলের মোট ১৩টি লড়াইয়ের মধ্যে ভারত জিতেছে ১০টিতেই। সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত পাকিস্তানকে হারায় মাত্র ৬ রানে।
সব মিলিয়ে আজকের মহারণে পাকিস্তান মালিকের ফর্মুলা কাজে লাগাতে পারবে কি না, সেটাই দেখার অপেক্ষা।


