এশিয়া কাপ শেষ হতেই বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ। সংযুক্ত আরব আমিরাতেই শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ। এই সিরিজের জন্য আজ আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

স্কোয়াডে রাখা হয়নি বাঁহাতি পেসার ফজলহক ফারুকিকে। শুধু তাই নয়, অভিজ্ঞ দুই ক্রিকেটার গুলবদিন নাইব ও করিম জানাতকেও বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ওয়াফিলউল্লাহ তারাখিল।

সিরিজে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। সংক্ষিপ্ত সংস্করণ অর্থাৎ টি-টোয়েন্টি দিয়েই সিরিজ শুরু হবে।

📅 ম্যাচ সূচি

১ম টি-টোয়েন্টি: ২ অক্টোবর

২য় টি-টোয়েন্টি: ৩ অক্টোবর

৩য় টি-টোয়েন্টি: ৫ অক্টোবর

১ম ওয়ানডে: ৮ অক্টোবর

২য় ওয়ানডে: ১১ অক্টোবর

৩য় ওয়ানডে: ১৪ অক্টোবর

আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রাফিউল্লাহ তারাখিল, ডারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শারফউদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই, বশির আহমেদ।

রিজার্ভ: রহমত শাহ, এএম গজনফার।

আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড

হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগিয়াল খারোতি, এএম গজনফর, আব্দুল্লাহ আহমেদজাই, বশির আহমাদ, মোহাম্মদ সালিম সাফি।

 

news