শ্রীলঙ্কার বিপক্ষে সহজ মনে হওয়া ম্যাচটিকে রুদ্ধশ্বাস জয়ে পরিণত করেছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে শনিবার (২০ সেপ্টেম্বর) এক বল হাতে রেখে জয় পেয়েছেন লিটন দাস এবং মুস্তাফিজ-তাসকিনরা। এই জয়ের মধ্য দিয়ে টাইগাররা সুপার ফোরে শুভ সূচনা করেছে।
টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা এদিন অসাধারণ পারফর্ম করেছে। বাংলাদেশি বোলারদের নাকানিচুবানি খাইয়ে দলটি বিশাল সংগ্রহের দিকে এগোচ্ছিল। তবে শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ কাঁধে তুলে নেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস মনে করেন, এই দুটি ওভারই ম্যাচের টার্নিং পয়েন্ট।
ম্যাচ শেষে লিটন বলেন,
“এশিয়া কাপ শুরুর আগে আমরা কয়েকটি সিরিজ খেলেছি। কিছু ম্যাচে ভালোভাবে রান তাড়া করে জিতেছি। কিন্তু মুস্তাফিজ ও তাসকিন এই ম্যাচটিকে বদলে দিয়েছেন। মুস্তাফিজ কতটা গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি। তার ১৯তম ও তাসকিনের ২০তম ওভারই গেম চেঞ্জার। একসময় মনে হচ্ছিল, শ্রীলঙ্কা ১৯০ রান তুলবে।”
লিটন আরও যোগ করেন,
“দাসুন শানাকা যখন আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন, তখন ১৯তম ওভারে মুস্তাফিজ মাত্র ৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন। এর মধ্যে ছিল লঙ্কান দলপতি চারিথ আসালাঙ্কার ১২ বলে ২১ রানের হুমকিস্বরূপ রান আউট। এরপর তাসকিন শেষ ওভারে মাত্র ১০ রান দিয়েছেন। যদি শেষ বলে ছক্কা না হতো, জয় মাত্র চার রানে সীমাবদ্ধ থাকত।”
ম্যাচের এই টার্নিং পয়েন্টে মুস্তাফিজ ও তাসকিনের শেষ মুহূর্তের বোলিংই বাংলাদেশকে রুদ্ধশ্বাস জয়ের স্বাদ দিয়েছে।


