এশিয়া কাপে আবারও পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করল ভারত। ফাইনালে নাটকীয় উত্তেজনায় ভরপুর ম্যাচে ভারতকে জেতালেন তরুণ ব্যাটার তিলক বর্মা।

দুবাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল চরম টানটান উত্তেজনা। ভারতের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। মাত্র ২০ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বসে দল। গ্যালারিতে থাকা সমর্থকরা তখন হতাশ, মনে হচ্ছিল ম্যাচ হাতছাড়া হতে চলেছে। তবে শেষ পর্যন্ত ভরসার প্রতীক হয়ে দাঁড়ান তিলক বর্মা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ১৪৭ রানে। দুর্দান্ত শুরুর পরও তারা বড় রান তুলতে ব্যর্থ হয়। ফখর জামান করেন ৩৫ বলে ৪৬ এবং শাহিবজাদা ফারহান খেলেন ৩৮ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস। তবে দুজন আউট হওয়ার পর পাকিস্তানের ব্যাটিং লাইনআপ একেবারে ভেঙে পড়ে। বাকিদের কেউই দাঁড়াতে পারেননি।

ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন কুলদীপ যাদব, তিনি নেন ৪ উইকেট। পাশাপাশি বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল শিকার করেন দুটি করে উইকেট।

রান তাড়ায় ভারতের দুই ওপেনার ব্যর্থ হন, সূর্যকুমারও ফ্লপ। তবে সঞ্জু স্যামসনের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে দলকে ভরসা দেন তিলক বর্মা। স্যামসন আউট হলেও শিবম দুবেকে নিয়ে দায়িত্ব নিয়ে ব্যাট চালিয়ে যান তিলক। দুবে ২২ বলে করেন ৩৩ রান, আর অপরাজিত থেকে ফিফটির গণ্ডি পার করেন তিলক। তাঁর ৫৩ বলে ৬৯ রানের ইনিংসেই জয় নিশ্চিত হয় ভারতের।

পাকিস্তানের করা রান সহজ মনে হলেও ভারতের জন্য তা একেবারেই সহজ ছিল না। শেষ পর্যন্ত তিলক বর্মার অসাধারণ ব্যাটিং দলকে নবমবারের মতো এশিয়া কাপের ট্রফি এনে দেয়।

এর আগে আটবার এশিয়া কাপ জিতেছিল ভারত। এবার পাকিস্তানকে হারিয়ে তারা শিরোপা জয়ের সংখ্যা নিয়ে গেল নয়ে। একইসঙ্গে পাকিস্তানের বিপক্ষে জয়ের হ্যাটট্রিকও করল টিম ইন্ডিয়া।

news