শেষ এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশের সামনে থাকলেও ব্যাটারদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। রোববার ভারত-পাকিস্তান ফাইনাল শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ব্যাটিং উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটার ও কোচ গৌতম গম্ভীর।

ফাইনাল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, “আমাদের সামনে ভালো সুযোগ ছিল ফাইনাল খেলার। যোগ্যতাও ছিল। এরপরও আমাদের সামনে এগিয়ে যেতে হবে। দল নতুন, প্রতিদিন উন্নতি করছে। গৌতম গম্ভীর একটি পরামর্শ দিলেন—আমাদের ব্যাটিং নিয়ে আরও কাজ করা উচিৎ। আমি তার সঙ্গে একমত।”

বুলবুল আরও বলেন, “ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে আশা জাগিয়েও হারেছি, তাই ফাইনালে আর ওঠা সম্ভব হয়নি। আমরা দ্বিতীয় রাউন্ডে শ্রীলঙ্কার সঙ্গে জয় পেয়েছি। ভারতের ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের সঙ্গে জেতা ভালো হতো। তবে পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত।”

বাংলাদেশ টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে গিয়েছিল। তবে এই তিন সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে ২০ ওভারের ফরম্যাটে সিরিজ হেরেছিল লিটন দাসরা। এরপর দারুণভাবে কামব্যাক করে বাংলাদেশ দলের পারফরম্যান্স।

এ প্রসঙ্গে বুলবুল বলেন, “গত চার মাসের পারফরম্যান্স দেখলে বোঝা যাবে, ইউএই ও পাকিস্তানের কাছে হেরেছি। শ্রীলঙ্কার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছি, পাকিস্তান ও নেদারল্যান্ডসের সঙ্গে হোম সিরিজ জিতেছি। সামনে আফগানিস্তান সিরিজ রয়েছে, ছাব্বিশের বিশ্বকাপের প্রস্তুতি আছে। কিছু ভুল হচ্ছে, এগুলো যেন আর না হয়, ব্যাটিং উন্নতির ধারা অব্যাহত থাকে।”
 

news