জাতীয় দলের সাবেক তারকা নাসির হোসেন আবারও দেখালেন তার অলরাউন্ড নৈপুণ্য। তার ব্যাট-বলের ঝলকে এনসিএল টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ পেল রংপুর, যেখানে তারা উড়তে থাকা চিটাগং কিংসকে ৫ উইকেটে হারিয়েছে।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রান তোলে চিটাগং। জবাবে ২ ওভার বাকি থাকতেই এবং ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। এটি তাদের আসরের দ্বিতীয় জয়।

রান তাড়ায় নেমে শুরুতে অনিকের উইকেট হারালেও বড় ভূমিকা রাখেন জাহিদ জাভেদ ও নাসির হোসেন। দুজন মিলে গড়েন ৭২ রানের দুর্দান্ত পার্টনারশিপ। সাধারণত লোয়ার অর্ডারে ব্যাট করা নাসির এদিন প্রমোশন পেয়ে ওয়ানডাউনে নামেন। সেই সুযোগ কাজে লাগিয়ে খেলেন ৩২ বলে ৪৩ রানের ঝলমলে ইনিংস।

তবে দলীয় ১২.৩ ওভারে নাসির আউট হয়ে ফিরলে কিছুটা চাপে পড়ে রংপুর। দ্রুতই ১২ রানের মধ্যে পড়ে যায় ৪ উইকেট। কিন্তু শেষ পর্যন্ত অধিনায়ক আকবর আলী (২৬ রান) ও ইকবাল হোসেন (১৬ রান) দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে ব্যাট করতে নেমে চিটাগংয়ের হয়ে একাই লড়াই করেন উইকেটরক্ষক ইরফান শুক্কুর। তিনি অপরাজিত থেকে ৪৬ বলে খেলেন ৬৪ রানের ইনিংস, যেখানে ছিল ১০টি চার-ছক্কার শট।

তবে চিটাগংয়ের ব্যাটিং ব্যর্থতার মূল কারণ ছিলেন তাদের অভিজ্ঞরা। মমিনুল হক ও মাহমুদুল হাসান রানে অবদান রাখতে ব্যর্থ হন। উদ্বোধনী জুটি থেকে আসে মাত্র ২০ রান। জয় ফেরেন ১১ রানে, আর মমিনুল করেন ১২ রান।

টপঅর্ডারের মতো লোয়ার অর্ডারও ব্যর্থ হয়। কেবল ইয়াসির আলী চৌধুরী কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তার লড়াইয়েই দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৩৮ রান, যা শেষ পর্যন্ত রংপুরের জন্য যথেষ্ট হয়নি।

রংপুরের এ জয়ে বড় অবদান নাসিরের—যা আবারও মনে করিয়ে দিল, কেন তিনি দেশের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত।

 

news