এনসিএলে খুলনা দল এবার হ্যাটট্রিক জয় উদযাপন করেছে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালকে ৮ উইকেটে হারিয়ে তারা আবারো জয়ের উল্লাসে ভাসল। এদিকে, বরিশাল এখনও পর্যন্ত কোনো জয় পেয়েছে না।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বরিশাল শুরুতে ভালো খেললেও মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতায় ৭ উইকেটে ১৩৭ রান করতে সক্ষম হয়। খুলনা জবাবে নির্ধারিত ২০ ওভারের মধ্যে ২১ বল বাকি থাকতেই ১৩৮ রানের লক্ষ্য পূরণ করে। এই জয় মোহাম্মদ মিঠুনের দলের জন্য এনসিএলে তৃতীয় হ্যাটট্রিক জয়।

বরিশালের ওপেনাররা সাবধানী শুরু করেন। আজমীর আহমেদ ও ইফতেখার আহমেদ জুটি ৩৭ রান যোগ করেন। আজমীর আউট হওয়ার আগে করেন ২৪ রান। এরপর ৮১ রানে দ্বিতীয় উইকেট পড়ে, ইফতি ৩৪ রানে নাহিদুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পরের ব্যাটাররা স্কোর বড় করতে ব্যর্থ হন। নিয়মিত উইকেট হারাতে থাকে বরিশাল এবং ৭ উইকেটে ১৩৭ রানেই থেমে যায়।

লক্ষ্য তাড়ায় নেমে বিজয় ৪৭ বলে অপরাজিত ৭২ রানে খেলা শেষ করেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৩টি ছক্কা। ওপেনার ইমরানুজ্জান আউট হবার আগে করেন ৩০ রান।

এই জয়ের ফলে খুলনা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে। ৫ ম্যাচে ৩ জয়ে তাদের ৭ পয়েন্ট, আর বরিশাল এখনো ১ পয়েন্ট নিয়ে টেবিলের সর্বনিম্নে।

 

news