সমাজমাধ্যমে প্রায় কখনোই সক্রিয় দেখা যায় না মহেন্দ্র সিংহ ধোনিকে। অনুশীলন বা ম্যাচ খেলতে গেলে হোটেলের ঘরেই মোবাইল রেখে মাঠে যান তিনি। ফোন ব্যবহারে ধোনি তেমন স্বচ্ছন্দও নন। তাঁর এই অদ্ভুত অভ্যাসের কথা প্রকাশ করেছেন তাঁরই প্রাক্তন সতীর্থ সাই কিশোর।

সাই কিশোর জানিয়েছেন, চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে কয়েক বছর ধোনির সঙ্গে খেলেছেন তিনি। ধোনির মোবাইল ব্যবহার না করার অনীহার কারণে কিশোরও প্রভাবিত হয়েছেন।

এক সাক্ষাৎকারে কিশোর বলেন, ‘‘মাহি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। যেমন, তিনি ফোন প্রায় ধরেন না। ম্যাচ খেলতে গেলে হোটেলের ঘরে রেখে যান। খুব কমই মোবাইল ব্যবহার করেন। যতটা সম্ভব ফোন থেকে দূরে থাকার চেষ্টা করেন। আসলে তিনি চায়, কোনো কিছুই মনোযোগ ব্যাহত করুক না। মাহি ভাইয়ের এই বিষয়টা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে।’’

কিশোর আরও জানান, ধোনিকে কাছ থেকে দেখার আগে তিনিও সাধারণ মানুষের মতোই সমাজমাধ্যমে ব্যস্ত থাকতেন। ধোনিকে অনুসরণ করে নিজেকে পরিবর্তন করতে পেরেছেন তিনি।

তামিলনাড়ুর ২৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল খেলছেন। তিনি বলেন, ‘‘ধোনির এই ডিসিপ্লিন আমার খেলার মনোভাবেও প্রভাব ফেলেছে।’’

 

news