আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। বৈশ্বিক এই টুর্নামেন্ট মাঠে গড়াতে আর মাত্র এক বছর বাকি।

চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের ড্র। তবে এই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পরিকল্পনা করা ৯ সদস্যের ইরানি ফুটবল প্রতিনিধিদলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, জানিয়েছে প্রেস টিভি।

ইরান ফুটবল ফেডারেশনের (FFIRI) মুখপাত্র আমির-মেহদী আলাউই জানিয়েছেন, ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদী তাজ, জাতীয় দলের প্রধান কোচ আমির ঘালেনোই এবং আরও সাত কর্মকর্তা বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নিষিদ্ধ হয়েছেন। এই অনুষ্ঠান ৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইরান ফুটবলের প্রধান তাজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-র সঙ্গে যোগাযোগ করছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।

প্রাথমিকভাবে কিছু কাগজপত্রের অভাবে ইরানি প্রতিনিধিদলের ভিসা বাতিল করা হয়েছে। তবে মুখপাত্র আমির-মেহদী এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, নথিপত্র এখনো পাঠানো হচ্ছে এবং প্রক্রিয়াটি শনিবার পর্যন্ত শেষ হবে।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। খেলা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর ১৬টি শহরে।

 

news