টস, লাঞ্চ, চা বিরতি – টেস্ট ম্যাচের চিরকালীন রুটিন। কিন্তু শত বছরের ইতিহাসে এবার নতুন টুইস্ট! ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে গুয়াহাটিতে আগে চা বিরতি, তারপর লাঞ্চ। কারণ? পূর্বাঞ্চলের এই শহরে সূর্য তাড়াতাড়ি ওঠে আর ডোবে।
বর্ষাপাড়া স্টেডিয়ামে ২২ নভেম্বর থেকে শুরু হবে ম্যাচ। প্রথম সেশন সকাল ৯টা থেকে ১১টা। চা বিরতি ১১টা থেকে ১১:২০। দ্বিতীয় সেশন ১১:২০ থেকে ১:২০। লাঞ্চ ১:২০ থেকে ২টা। তৃতীয় সেশন ২টা থেকে ৪টা।
                                                                           
                                                                    
                                    
বিসিসিআই সূত্র বলছে, ‘গুয়াহাটিতে সূর্য তাড়াতাড়ি ডোবে, সকালেও খেলা শুরু। এই প্রথম চা বিরতির টাইম বদলালাম। এতে মাঠে এক্সট্রা খেলার সময় পাব।’
সাধারণত ভারতে টেস্ট ৯:৩০-এ শুরু। লাঞ্চ ১১:৩০ থেকে ১২:১০ (৪০ মিনিট)। চা ২:১০ থেকে ২:৩০ (২০ মিনিট)। তৃতীয় সেশন ২:৩০ থেকে ৪:৩০। প্রয়োজনে ৩০ মিনিট এক্সট্রা, যাতে ৯০ ওভার হয়।
দেশভেদে শুরুর সময় আলাদা। ইংল্যান্ডে ১১টা, কারণ গ্রীষ্মে দিন লম্বা। কিন্তু লাঞ্চ-চা রুটিন সবাই মানে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আর বিসিসিআই দুজনেই সেশন টাইম বদলাতে রাজি। আগে রঞ্জি ট্রফিতে সূর্যাস্ত দেখে বিসিসিআই এমন করেছে।
                                                                           
                                                                    
                                    
                                                                           
                                                                           
                                                                
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            