ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় নিবন্ধনে বৃহস্পতিবার ৩০ অক্টোবর নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। ২০২২–২৩ মৌসুমে মোহামেডানে খেলা ইরানি ফুটবলার মাইসেম শাহ জাদেহকে নিয়েই এই বিপদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এখন মহা ঝামেলায়।
জানা গেছে, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না পেয়ে মাইসেম ফিফায় অভিযোগ করেন। ফিফা সেই অভিযোগ আমলে নেয়।
এরপর মোহামেডানের ওপর খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা জারি করে তারা।
                                                                           
                                                                    
                                    
মাইসেমের বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে ফিফার চিঠিতে বলা হয়েছে, তারা এখনো মাইসেম শাহ জাদেহের আর্থিক বকেয়া দেয়নি।
এর ফলে ফিফা মোহামেডানের ওপর আন্তর্জাতিক ও জাতীয়ভাবে নতুন খেলোয়াড় নিবন্ধনে ব্যান দিয়েছে। বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত এটা বহাল থাকবে।
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            