সিলেট টেস্টের দ্বিতীয় দিনটা শুরুই হলো আয়ারল্যান্ডের জন্য দুঃস্বপ্নের মতো। প্রথম দিন ২৭০ রানে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল তারা। কিন্তু দ্বিতীয় দিনে আর বেশি দূর এগোতে পারেনি দলটি—মাত্র ২.২ ওভার টিকেই অলআউট! যোগ হয়েছে আরও ১৬ রান, সব মিলিয়ে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৮৬ রান।

প্রথম দিনের মতো আজও বাংলাদেশের বোলাররাই নিয়ন্ত্রণে রাখেন খেলা। সকালে তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ দ্রুত শেষ দুটি উইকেট তুলে নেন। প্রথম ওভারের শেষ দিকেই ম্যাথিউ হ্যাম্পিয়ারসকে ফেরান তাইজুল, আর কিছুক্ষণ পর ব্যারি ম্যাকার্থি (৩১) ফেরেন হাসান মাহমুদের শিকারে।

এর আগে প্রথম দিনে পল স্টার্লিংয়ের ঝড়ো ৬০ রান আর নবাগত ক্যাড কারমাইকেলের শান্ত ৫৯ রানে ভর করে কিছুটা লড়াই জমিয়েছিল আয়ারল্যান্ড। তবে বাংলাদেশের স্পিনারদের ধার শেষ পর্যন্ত সামলাতে পারেনি অতিথিরা।

টাইগারদের পক্ষে মেহেদী হাসান মিরাজ নেন তিন উইকেট, অভিষিক্ত হাসান মুরাদ নেন দুইটি, আর তাইজুল ইসলাম ও দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ নেন একটি করে উইকেট।

এখন ২৮৬ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ২ রান তুলেছে স্বাগতিকরা। ক্রিজে আছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।

দ্বিতীয় দিনের শুরুতেই নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে স্বস্তিতে রয়েছে টাইগার শিবির।

 

news