পাকিস্তান জিতেছে ঠিকই, কিন্তু ম্যাচটা সহজ থেকে কঠিন করে তুলেছে নিজেরাই! ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনায় শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করল পাকিস্তান। ম্যাচসেরা হয়েছেন সালমান আঘা – ৮৭ বলে অপরাজিত ১০৫ রান!

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুটা ছিল বিপর্যয়ের। মাত্র ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল দল। কিন্তু এরপর সালমান আঘা আর হুসেন তালাতের ১৩৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। সালমান খেলেন ১০৫*, তালাত করেন ৬২। শেষ দিকে মোহাম্মাদ নাওয়াজের ২৩ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রানের লড়াকু স্কোর গড়ে পাকিস্তান।

জবাবে শ্রীলঙ্কার শুরুটাও খারাপ। ৯০ রানে ৩ উইকেট, ১৯১ রানে ৬ উইকেট হারিয়ে মনে হচ্ছিল ম্যাচ শেষ। কামিন্দু মেন্ডিস আউট হন ২১০ রানে। কিন্তু তখনই ঝড় তুললেন ওয়ানিন্দু হাসারাঙ্গা! ৫২ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ জমিয়ে তুললেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৯৩/৯-এ থামে শ্রীলঙ্কা। হারিস রউফ নেন ৪ উইকেট।
ফলে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে পাকিস্তান। পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার, রাওয়ালপিন্ডিতেই।

পাকিস্তান: ৫০ ওভারে ২৯৯/৫ (সালমান ১০৫*, তালাত ৬২, নাওয়াজ ৩৬*, ফখর ৩২; হাসারাঙ্গা ৩/৫৪, আসিতা ১/৪২, তিকশানা ১/৬৪)
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৩/৯ (হাসারাঙ্গা ৫৯, সামারাবিক্রমা ৩৯, মিশারা ৩৮, আসালাঙ্কা ৩২; রউফ ৪/৬১, আশরাফ ২/৪৯, নাসিম ২/৫৫)
ফল: পাকিস্তান ৬ রানে জয়ী।

 

news