জার্মানি ও নেদারল্যান্ডস নিশ্চিত করলো ২০২৬ বিশ্বকাপে তাদের জায়গা। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপপর্ব থেকেই টিকিট পেয়ে গেল দুই শক্তিশালী দল।

গ্রুপ ‘এ’-এর ম্যাচে স্লোভাকিয়াকে একপ্রকার উড়িয়ে দিয়েছে জার্মানি। লাইপজিগের মাঠে ৬-০ গোলের দাপুটে জয়ে কোনো সুযোগই পায়নি অতিথিরা।

ম্যাচের ১৮তম মিনিটেই কিমিচের ক্রস থেকে হেড করে দলকে এগিয়ে নেন ওল্টেমাডে।
২৯ মিনিটে গোল করেন জিন্যাব্রি।
৩৬ ও ৪১ মিনিটে পরপর দুটি গোল করে লিরয় সানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যান দলকে।

দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন বাকু—নামার তিন মিনিট পরই গোল করে চার বছরের অপেক্ষা ভাঙলেন তিনি।
৭৯তম মিনিটে নিজের অভিষেক ম্যাচেই গোল করেন ১৯ বছরের প্রতিভাবান ফুটবলার আসান ওউয়েদ্রাগো।

এই জয়ে এবারকার বাছাইপর্বে সর্বোচ্চ ব্যবধানে জয় তুলে নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

হারলেও স্লোভাকিয়া এখনও বিশ্বকাপের সুযোগ হারায়নি। গ্রুপ রানার্সআপ হিসেবে প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে তারা।

নেদারল্যান্ডসও ছুটল বিশ্বকাপে

অন্যদিকে গ্রুপ ‘জি’-এর ম্যাচে লিথুনিয়াকে সহজেই হারিয়ে নেদারল্যান্ডসও নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপ যাত্রা।
ডাচদের হয়ে গোল করেছেন রেইন্ডার্স, গাকপো, সিমন্স ও মালান।

একই গ্রুপে পোল্যান্ড মাল্টাকে ৩-২ ব্যবধানে হারায়। ফলে গ্রুপ রানার্সআপ হয়ে তারাও প্লে-অফের টিকিট পেয়েছে।

 

news