ক্রিকেট দুনিয়ার নতুন বিস্ময়বালক বৈভব সূর্যবংশীকে দেখে চোখ কপালে উঠেছে ওমানের ক্রিকেটারদের। এমার্জিং এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৪২ বলে ঝোড়া ১৪৪ রান—যার মধ্যে মাত্র ৩২ বলেই সেঞ্চুরি! কয়েক মাস ধরেই দুর্দান্ত ফর্মে আছেন এই কিশোর প্রতিভা। তাই তাঁকে জাতীয় দলে তোলার দাবি জোরালো হচ্ছে ক্রমেই।
শচীন টেন্ডুলকরের সঙ্গে ইতিমধ্যেই তুলনা টানা শুরু হয়েছে। যেমন ১৪ বছর বয়সেই শচীন ভারতের জার্সিতে সুযোগ পেয়েছিলেন, বৈভবকেও অনেকেই তেমনভাবেই দেখছেন।
ওমানের ক্রিকেটাররাও স্তম্ভিত। আরিয়ান বিস্ত ও সময় শ্রীবাস্তব তো সরাসরি প্রশ্ন তুলেছেন—“১৪ বছরের একটা ছেলে এত লম্বা ছক্কা মারতে পারে কীভাবে?”
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আরিয়ান বলেন,
“বৈভবকে এতদিন শুধু টিভিতে দেখেছি, এবার ওর বিরুদ্ধে খেলব।”
তাঁর মতে, ১৪ বছরের এক ছেলেকে এমন শক্তিতে বল পাঠাতে দেখা বিশ্বাসই করা কঠিন।
আরিয়ানের কথায়, “এটা সবার পক্ষে সম্ভব নয়। আমিও পারি না। বৈভব সত্যিই দুর্দান্ত প্রতিভা।”
মধ্যপ্রদেশের সাবেক ক্রিকেটার সময় শ্রীবাস্তব, যিনি এখন ওমানের হয়ে খেলছেন, বলছেন—
“ওর সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। কীভাবে এত বড় ছক্কা মারে, সেটা জানতে চাই।”
২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার সময় বৈভবের জন্মই হয়নি। জন্ম ২০১১ সালে। অথচ আজ তিনি আইপিএলে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
ইংল্যান্ডে খেলতে গিয়ে গড়েছেন আরেক ইতিহাস—বিদেশি দলের বিরুদ্ধে ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারি। বিশ্ব ক্রিকেটেও কমবয়সে উইকেট নেওয়া বোলারদের তালিকায় তাঁর অবস্থান তৃতীয়।
অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তাঁর প্রথমই ইউথ টেস্টে আসে আরেকটা সেঞ্চুরি—৭৮ বলে ১০০, আর ইনিংস শেষ হয় ৮৬ বলে ১১৩ রানে। ছিল ৮ ছক্কা, ৯ চার।
বেদান্ত ত্রিবেদীর সঙ্গে তিনি গড়েন ১৫২ রানের দুর্দান্ত জুটি।
সব ফরম্যাটেই ঝড় তোলা এই কিশোর ভাঙেছেন উন্মুক্ত চাঁদের যুব ওয়ানডেতে সর্বাধিক ছক্কার রেকর্ডও। উন্মুক্ত যেখানে মেরেছিলেন ৩৮ ছক্কা, বৈভব সেখানে মাত্র ১০ ইনিংসে ৪১ ছক্কা হাঁকিয়ে ভেঙে দিলেন সেই রেকর্ড।
দেশজুড়ে এখন একটাই প্রশ্ন—১৪ বছরের এই বিস্ময়বালকের পরের টার্গেট কী?
প্রাক্তন তারকা থেকে বর্তমান ক্রিকেটার—সবাই তাকিয়ে আছেন বৈভবের আগুনে ব্যাটের দিকে।
