দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে তাদের জয়ের রথকে আরও এগিয়ে নিল শক্তিশালী ইরান দল। আসরের ম্যাচ শুরুর তৃতীয় দিনের প্রথম খেলায় তারা জাঞ্জিবারকে চূর্ণবিচূর্ণ করে হারিয়েছে ৫১-১৫ পয়েন্টে। এর আগে পোল্যান্ড ও কেনিয়ার বিপক্ষেও একচেটিয়া আধিপত্য দেখিয়ে জয় পেয়েছিল ইরান।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত আসরের রানার্স-আপ ইরান দল ম্যাচ শুরুতেই জাঞ্জিবারকে রীতিমতো কোণঠাসা করে ফেলে। ম্যাচের মাত্র ১১তম মিনিটেই তারা প্রতিপক্ষ দলকে প্রথমবারের মতো অল-আউট করে ফেলে। তখন ইরানের সংগ্রহ ২০ পয়েন্ট, অপরদিকে জাঞ্জিবারের ছিল মাত্র ১ পয়েন্ট! প্রথমার্ধ শেষে ইরান ২৮-৩ পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরপরই আবারও অল-আউটের শিকার হয় জাঞ্জিবার। এবার স্কোরলাইন দাঁড়ায় ৩৫-৮। আফ্রিকার এই দেশটিকে ম্যাচে মোট তিনবার অল-আউট হতে দেখা যায়। খেলার মাত্র ৩ মিনিট বাকি থাকতে তারা তৃতীয়বার অল-আউট হয়, তখন ইরানের পয়েন্ট ছিল ৪৫-১৩। শেষ পর্যন্ত ৫১-১৫ পয়েন্টে এই একতরফা ম্যাচটি জয় নিয়ে নেয় ইরান।
ম্যাচ শেষে ইরানের অধিনায়ক আসমা ফাকরি* বলেন, 'টানা তৃতীয় জয় পেয়ে আমরা সবাই খুবই খুশি। বাংলাদেশে এই বিশ্বকাপ খেলতে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের দলটি অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মিশেলে গড়া, আমাদের কোচই দলটিকে এইভাবেই গড়ে তুলেছেন।'
বিশ্বকাপের আয়োজন নিয়ে ইরান অধিনায়ক আরও যোগ করেন, 'বাংলাদেশ খুবই চমৎকারভাবে এই বিশ্বকাপের আয়োজন করেছে। এখানকার স্টেডিয়াম এবং পুরো আয়োজন দেখে আমরা সত্যিই বিস্মিত হয়েছি। এখানকার মানুষ খুবই ভালো এবং আন্তরিক, তাদের সঙ্গে মিশতে পেরে আমরাও খুব খুশি। বাংলাদেশের খাবারে মরিচ (ঝাল) একটু বেশি, ইরানের মানুষ সাধারণত এত ঝাল খেতে অভ্যস্ত নয়, তবে আমাদের সবকিছুই খুব ভালো লেগেছে। আমাদের জন্য এই খাবার একটি সুন্দর অভিজ্ঞতা ছিল।'
