নারী কাবাডি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখল থাইল্যান্ড। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে তারা ৫১-৩৭ পয়েন্টে হারিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়ন উগান্ডাকে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে রোমাঞ্চকর লড়াই। একসময় ১৬-১০ পয়েন্টে এগিয়ে যায় উগান্ডা। কিন্তু থাইল্যান্ড দ্রুতই ঘুরে দাঁড়ায়। স্কোরলাইনে ২০-২০ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে থাই মেয়েরা।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় থাইল্যান্ড। স্কোর ৪২-৩০ করে এগিয়ে যায় তারা। চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি উগান্ডা, শেষ পর্যন্ত হার মানতে হয় ৫১-৩৭ ব্যবধানে।

ভারতের কাছে ৬৫-২০ পয়েন্টে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল থাইল্যান্ড। অন্যদিকে উগান্ডার এটি টানা দ্বিতীয় হার। নিজেদের প্রথম ম্যাচে তারা ৪২-২২ পয়েন্টে হেরেছিল স্বাগতিক বাংলাদেশের কাছে।

এদিকে নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নেপাল। বুধবার তারা ৬৩-২৫ পয়েন্টে হারিয়েছে পোল্যান্ডকে।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু থেকেই পোল্যান্ডকে চাপে ফেলে নেপাল। ম্যাচের চার মিনিটের মধ্যেই একবার অলআউট করে ফেলে পোলিশ দলকে। প্রথমার্ধ শেষ হয় নেপালের ৩১-৯ লিডে। দ্বিতীয়ার্ধেও একই আধিপত্য ধরে রাখে তারা। ম্যাচ শেষ হয় নেপালের একতরফা জয়—৬৩-২৫ পয়েন্টে।

জাঞ্জিবারকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল নেপাল। অন্যদিকে ইরানের কাছে হার দিয়ে গ্রুপ পর্ব শুরু করা পোল্যান্ড এরপর হেরেছিল জাঞ্জিবারের কাছেও। ফলে এটি তাদের টানা তৃতীয় পরাজয়।

 

news