ভারতের স্ট্রিমিং জায়ান্ট জিওস্টার তাদের আইসিসি মিডিয়া রাইটস চুক্তি শেষ করতে চাইছে—এমন আনুষ্ঠানিক নোটিশ পাওয়ার পরই চরম দুশ্চিন্তায় পড়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)। আর তাই ২০২৬–২৯ সময়কালের নতুন সম্প্রচার অধিকার বিক্রির দৌড়ে নেমে গেছে সংস্থাটি।
আগামী বছরই আইসিসির ক্যালেন্ডারে দুইটি বড় টুর্নামেন্ট—পুরুষদের টি-২০ বিশ্বকাপ ও নারীদের টি-২০ বিশ্বকাপ। এরপর ২০২৭ সালে আবারও ওয়ানডে বিশ্বকাপ। ব্যস্ত সময়ের আগে যেখানে পুরো মনোযোগ থাকা উচিত ছিল আসন্ন টুর্নামেন্টগুলোর দিকে, সেখানে নতুন ঝামেলায় জড়িয়ে গেছে ICC।
বিশেষ করে মাত্র দু’মাস পরই ভারতে টি-২০ বিশ্বকাপ, আর ঠিক এমন সময়ে ভারতের স্ট্রিমিং রাইটস নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়া বড় মাথাব্যথার কারণ হয়েছে সংস্থার জন্য।
বড় বিপদ: জিওস্টার জানালো চুক্তি শেষ করতে চায়
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন জিওস্টার ২০২৭ সাল পর্যন্ত আইসিসির টুর্নামেন্টের সম্প্রচার অধিকার কিনেছিল। কিন্তু এখন তারা চুক্তির আসল মেয়াদ শেষ হওয়ার আগেই এটি বাতিল করতে চাইছে—এমন খবর প্রকাশ করেছে দ্য ইকনমিক টাইমস।
চার বছরের এই চুক্তি ২০২৭ পর্যন্ত থাকার কথা থাকলেও, তা দু’ বছর আগেই শেষ হয়ে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ভায়াকম১৮ ও হটস্টারের মর্জারের পর জিওস্টার তাদের স্পোর্টস ব্যবসায় লোকসান বাড়তে দেখে—যেখানে ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২,৩১৯ কোটি থেকে ২৫,৭৬০ কোটিতে।
অন্যদিকে ICC বর্তমানে ৪৭৪ মিলিয়ন ডলারের উদ্বৃত্তে রয়েছে—এটি দেখায় যে ক্রিকেট নয়, বরং প্ল্যাটফর্মই সংকটে পড়েছে।
২০২৬ টি-২০ বিশ্বকাপের আগেই নতুন স্ট্রিমিং পার্টনার দরকার ICC-এর
জিওস্টারের নোটিশ পাওয়ার পরই ২০২৬–২৯ মেয়াদের সম্প্রচার অধিকার বিক্রি আবার শুরু করেছে ICC। ফেব্রুয়ারিতে টি-২০ বিশ্বকাপ থাকায় তড়িঘড়ি করেই নতুন পার্টনার খুঁজছে তারা।
প্রতিবেদন বলছে, নতুন চুক্তির মূল্য ধরা হয়েছে ২.৪ বিলিয়ন ডলার—যা ২০২৪–২৭ সাইকেলের তুলনায় কম। বর্তমান চক্রের মূল্য ছিল প্রায় ৩ বিলিয়ন ডলার, যেখানে প্রতি বছর কমপক্ষে একটি পুরুষদের আইসিসি ইভেন্ট থাকত।
যদি নতুন কোনো সম্প্রচার পার্টনার পাওয়া না যায়, তবে জিওস্টারকেই ২০২৭ পর্যন্ত চুক্তি চালিয়ে যেতে হবে। তবে ভারতের বাস্তবতা হলো—জিওস্টার ছাড়া বড় কোনো ব্রডকাস্টার নেই, আর ভারত সরকারের রিয়াল-মানি গেমিং নিষেধাজ্ঞার পর বাজারে আইসিসির দাম অনেকের কাছেই বেশি মনে হচ্ছে।
নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমকে আগ্রহী করতে চেষ্টা করছে ICC
ICC ইতোমধ্যে সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (SPNI), নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে যোগাযোগ করেছে। তবে উচ্চমূল্যের কারণে এখনো কেউ তেমন আগ্রহ দেখায়নি।
নেটফ্লিক্স সম্প্রতি WWE-এর সম্প্রচার অধিকার কিনে খেলাধুলার দিকে ঝুঁকছে, কিন্তু ক্রিকেটে আগ্রহী নয়। অন্যদিকে প্রাইম ভিডিওর রয়েছে নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে চুক্তি, আর অস্ট্রেলিয়ায় আইসিসির সম্প্রচারের অধিকার ২০২৭ পর্যন্ত তাদের হাতে।
ICC তাই এখন মরিয়া—টুর্নামেন্ট ঘনিয়ে আসার আগে কোনোভাবে বড় একটি প্ল্যাটফর্মকে রাজি করানোই তাদের মূল লক্ষ্য।
