ব্রেন্ডন ম্যাককালামের ‘বাজবল’ যুগে ইংল্যান্ডের ব্যাটিং দর্শনের অন্যতম মুখ হ্যারি ব্রুক। কিন্তু চলতি অ্যাশেজ ২০২৫-২৬ সিরিজে ইংল্যান্ডের ভরাডুবির মাঝে নিজের ব্যর্থতার দায় নিজেই কাঁধে নিলেন এই ইংলিশ ব্যাটার। ব্রুক স্বীকার করেছেন, নিজের খেলা ‘শকিং’ শটই তাকে বারবার বিপদে ফেলেছে। অ্যাডিলেড টেস্টের আগে আরও মনোযোগী ও ধৈর্যশীল হওয়ার বার্তাও দিয়েছেন তিনি।

চলতি অ্যাশেজে ইংল্যান্ডের পারফরম্যান্স একেবারেই ছন্দহীন। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত দলটি এবার সেই একই কৌশলে বারবার বিপদে পড়ছে। অতিরিক্ত আগ্রাসী মানসিকতার কারণে সহজ বলেই উইকেট হারাচ্ছেন ব্যাটাররা।

একাধিক ম্যাচে ইংল্যান্ডের ব্যাটারদের ঢিলেঢালা শটে আউট হতে দেখে হতাশা প্রকাশ করেছেন সমর্থকরাও। যদিও কোচিং স্টাফ এখনো আক্রমণাত্মক ধারাতেই আস্থা রাখছেন, দলের ভেতরে কিন্তু কিছুটা হলেও প্রশ্ন উঠতে শুরু করেছে।

“চাপটা কখন শোষণ করতে হবে, সেটা শিখতে হবে”—অ্যাডিলেড টেস্টের আগে হ্যারি ব্রুক

অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে বাজবল কৌশল ব্যর্থ হওয়ায় সমস্যায় পড়েছে ইংল্যান্ড। এই সিরিজে যাদের ওপর বড় ভরসা ছিল, তাদের একজন সহ-অধিনায়ক হ্যারি ব্রুক।

চলতি অ্যাশেজে ব্রুকের গড় মাত্র ২৪.৫০। অস্ট্রেলিয়ায় ৪ ইনিংসে করেছেন মোটে ৯৮ রান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে লেগ সাইডে গ্লাভস লেগে আউট হওয়াকে কিছুটা দুর্ভাগ্য বলা গেলেও, পরের ইনিংসগুলোতে চওড়া বলের ফাঁদে পড়ে উইকেট ছুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ডানহাতি এই ব্যাটার স্বীকার করেছেন, সিরিজের বাকি অংশে তাকে কিছুটা বদলাতে হবে। ক্রিকেট.কম.অউকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুক বলেন,
“কখনো কখনো আমাদের একটু সংযত হতে হবে। বুঝতে হবে কখন চাপটা শোষণ করা দরকার, আর কখন সুযোগ নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ ফিরিয়ে দেওয়া যায়। এই সিরিজে আমি সেটা ঠিকভাবে করতে পারিনি।”

তিনি আরও বলেন,
“এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ নেই। আমি পরিস্থিতিগুলো ঠিকভাবে পড়তে পারিনি।”

“না, এগুলো একেবারেই বাজে শট”—নিজের ভুল অকপটে মানলেন ব্রুক

অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট তার আউটের জন্য দায়ী কি না—এমন প্রশ্নে একদম সোজাসাপটা জবাব দেন ব্রুক,
“না, ওগুলো একেবারেই বাজে শট ছিল।”

তিনি জানান, পার্থে প্রায় বাউন্সারের মতো একটি বলে ড্রাইভ খেলতে গিয়েছিলেন। আবার ব্রিসবেনে ছক্কা মারতে গিয়ে আউট হওয়াও তার খারাপ সিদ্ধান্তের বড় উদাহরণ।

ব্রুক বলেন,
“আমি সবার আগে স্বীকার করছি, ওগুলো খারাপ শট ছিল। আমি সেগুলোর জন্য আফসোস করছি না, তবে আবার সুযোগ পেলে ভিন্নভাবে খেলতাম।”

“আমাদের সবাইকে দাঁড়াতে হবে”—দলের মানসিকতা নিয়ে ব্রুক

গাব্বায় টানা দ্বিতীয় লজ্জাজনক হারের পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, দলে দুর্বল মানসিকতার জায়গা নেই, সবাইকে সামনে এসে লড়তে হবে।

সহ-অধিনায়ক ব্রুকও মানছেন, চাপের মুহূর্তে ইংল্যান্ড সেরা ক্রিকেট খেলতে পারেনি। তাই ম্যাচ পরিস্থিতি আরও ভালোভাবে বোঝার প্রয়োজন রয়েছে।

“নিজের মধ্যে একটু দৃঢ়তা আর মানসিক শক্তি রাখতে হবে। কখন চাপ ফিরিয়ে দিতে হবে, আবার কখন সেটা সামলে খেলতে হবে—এই সিদ্ধান্তগুলোই আসল,” বলেন হ্যারি ব্রুক।

 

news