আইপিএলের নিলাম হোক কিংবা মাঠের লড়াই—ট্রফির স্বপ্নে সব সময়ই মরিয়া থাকে দলগুলো। আইপিএল ২০২৬ নিলামের পর কিছু দল এমন শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে, যাদের দেখে এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছেন ক্রিকেট বিশ্লেষকরা।
বিশাল পার্স কাজে লাগিয়ে নিলামে দারুণ পরিকল্পনা দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে চেন্নাই সুপার কিংস এবার অভিজ্ঞদের ছেঁটে তরুণদের ওপর ভরসা করেছে, যা তাদের পুরনো ধারা থেকে একেবারেই আলাদা।
আইপিএল ২০২৬ শিরোপা দৌড়ে থাকা দলগুলো
৪. দিল্লি ক্যাপিটালস
আইপিএল মিনি-অকশনে দিল্লি ক্যাপিটালস ছিল বেশ চোখে পড়ার মতো দল। কৌশলী সিদ্ধান্তের পাশাপাশি তারা দলে ভিড়িয়েছে একাধিক মানসম্পন্ন ক্রিকেটার। ব্যাটিং লাইনে আগে থেকেই আছেন কেএল রাহুল, করুণ নায়ার, অভিষেক পোরেল ও ট্রিস্টান স্টাবস।
এবার দলে যোগ হয়েছেন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট, অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান ফিনিশার ডেভিড মিলার এবং শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। পাশাপাশি পৃথ্বী শ ফিরেছেন দিল্লির স্কোয়াডে।
বোলিংয়েও দিল্লি বেশ শক্ত। অধিনায়ক অক্ষর প্যাটেল, ভিপরাজ নিগম, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক ও টি. নটরাজন-এর সঙ্গে যোগ দিচ্ছেন আউকিব নবি, যা তাদের বোলিং আক্রমণকে আরও ধারালো করেছে।
৩. মুম্বাই ইন্ডিয়ান্স
মুম্বাই ইন্ডিয়ান্স এবার মিনি-অকশনে খুব বেশি পরিবর্তন আনেনি। বড় নাম হিসেবে নিলামে এসেছেন কেবল কুইন্টন ডি কক। তবে ট্রেডের মাধ্যমে তারা পেয়েছে শারফেন রাদারফোর্ড ও শার্দুল ঠাকুর।
ব্যাটিং লাইনআপ আগেই ছিল ভয়ংকর—রোহিত শর্মা, তিলক ভার্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, নামান ধীর ও হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার হিসেবে ভরসা দিচ্ছেন করবিন বশ ও মিচেল স্যান্টনার।
ডি কক ওপেনিংয়ে শক্তি বাড়াচ্ছেন, আর রাদারফোর্ড হতে পারেন আদর্শ লোয়ার-অর্ডার ফিনিশার। পেস আক্রমণে জসপ্রিত বুমরাহ, দীপক চাহার ও ট্রেন্ট বোল্ট, স্পিনে মায়াঙ্ক মার্কান্ডে ও আল্লাহ গাজানফার—সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল মুম্বাই।
২. চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংস এবার তরুণদের নিয়ে নতুন পথে হাঁটছে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়-এর নেতৃত্বে দলে আছেন দেওয়াল্ড ব্রেভিস, আয়ুষ মহাত্রে, উরভিল প্যাটেল, শিভম দুবে ও নূর আহমেদ—যারা আগের মৌসুমগুলোতে নজর কেড়েছেন।
ট্রেডের মাধ্যমে দলে এসেছেন সঞ্জু স্যামসন। পাশাপাশি আনক্যাপড খেলোয়াড় কার্তিক শর্মা ও প্রশান্ত বীর-এর ওপর বড় বিনিয়োগ করেছে সিএসকে।
বোলিংটাই কিছুটা চ্যালেঞ্জ হতে পারে। পেস আক্রমণে থাকছেন ম্যাট হেনরি, খালিল আহমেদ ও নাথান এলিস, স্পিনে নেতৃত্ব দেবেন নূর আহমেদ। সঙ্গে প্রশান্ত বীর ও রাহুল চাহার থাকায় দলটি বেশ ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে।
১. কলকাতা নাইট রাইডার্স
এই মিনি-অকশনের পর সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। ওপেনিং সমস্যা মিটেছে টিম সেইফার্ট ও ফিন অ্যালেন-এর মতো নিউ জিল্যান্ড উইকেটকিপারদের দিয়ে। এছাড়া আছেন তেজস্বী সিং।
টপ অর্ডারে রাচিন রবীন্দ্র, আর অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আসায় ব্যাটিং আরও জমাট। বোলিং ইউনিট তো লিগের সেরা বললেও কম বলা হয়—সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, আকাশ দীপ, মাথিশা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান।
নতুন ম্যানেজমেন্টে অভিষেক নায়ার ও শেন ওয়াটসন-এর নেতৃত্বে তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরকেই এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে।
