ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির বিধ্বংসী ফর্ম আবারও দেশজুড়ে আবেগের ঝড় তুলেছে। সাবেক ক্রিকেটাররাও আর অনুভূতি লুকোতে পারছেন না।

ওয়ানডেতে একের পর এক বড় ইনিংস খেলে চলায়, নবজ্যোত সিং সিধু এখন প্রকাশ্যেই চাইছেন—বিরাট কোহলিকে আবার টেস্ট ক্রিকেটে ফিরে আসতে দেখতে।

বিরাট কোহলির টেস্ট কামব্যাক জল্পনা: প্রেমানন্দজি মহারাজের যোগসূত্র

ওয়ানডেতে কোহলির দুর্দান্ত ফর্ম দেখে ভক্তদের পাশাপাশি সিধুর মতো কিংবদন্তিরাও একটাই স্বপ্ন দেখছেন—সাদা পোশাকে কোহলির প্রত্যাবর্তন। সিধুর সাম্প্রতিক “যদি ঈশ্বর একটা বর দিতেন…” মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই মন্তব্যের সঙ্গে জুড়ে গেছে কোহলির নিয়মিত প্রেমানন্দজি মহারাজের কাছে যাওয়ার প্রসঙ্গ।

টাইমলাইন: আশ্রমে কোহলির সফর

বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা সম্প্রতি একাধিকবার বৃন্দাবনে গিয়েছেন। সেখানে তাঁরা শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে গিয়ে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দজি মহারাজের আশীর্বাদ নেন। চলতি বছরে জানুয়ারি, মে ও ডিসেম্বর—এই তিন সময়ে তাঁদের সেখানে যেতে দেখা গেছে।

নবজ্যোত সিং সিধু খোলাখুলি বলেছেন, ঈশ্বর যদি কখনো তাঁকে একটি বর দেন, তবে তিনি কোহলির টেস্ট ক্রিকেটে ফেরা চাইবেন। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেন, কোহলির ফিটনেস এখনও অবিশ্বাস্য, আর তাঁকে আবার সাদা পোশাকে দেখলে দেশের কোটি কোটি মানুষের আনন্দের সীমা থাকবে না।

ইনস্টাগ্রামে কোহলির কিছু স্মরণীয় মুহূর্তের ভিডিও শেয়ার করে সিধু লেখেন,
“যদি ঈশ্বর আমাকে একটি বর দিতেন, আমি বলতাম—কোহলিকে অবসর ভেঙে আবার টেস্ট খেলান। ১৫০ কোটির দেশের মানুষ এর চেয়ে বেশি আনন্দ আর কিছুতে পাবে না! তার ফিটনেস ২০ বছরের যুবকের মতো—সে নিজেই ২৪ ক্যারেট সোনা।”

এই পোস্টে তিনি বিরাট কোহলি ও ভারতীয় ক্রিকেট দলকেও ট্যাগ করেন।

যেদিন কোহলি চমক দিলেন সবাইকে

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিরাট কোহলি। পার্থ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে সিরিজ শুরু করলেও, এরপর ছন্দ হারান তিনি।

অফ স্টাম্পের বাইরে বল তাড়া করতে গিয়ে বারবার একই ভুলে পড়েন কোহলি। পাঁচ ম্যাচের সিরিজজুড়ে অস্ট্রেলিয়ার সুইং ও সীম মুভমেন্ট তাঁকে ভীষণ ভোগায়। শেষ পর্যন্ত ২০২৫ সালের মে মাসে নিজের গৌরবময় টেস্ট ক্যারিয়ারে ইতি টানেন তিনি।

ওয়ানডেতে ‘বিস্ট মোড’, টেস্ট ফেরার স্বপ্নে ইতি

টেস্ট ও ২০২৪ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর ওয়ানডেতে যেন নতুন করে জন্ম নিয়েছেন বিরাট কোহলি। নিয়মিত সেঞ্চুরি হাঁকিয়ে আবারও প্রমাণ করছেন, কেন তিনি এই প্রজন্মের সেরাদের একজন।

এই ফর্ম দেখে অনেকেরই মনে হচ্ছে, টেস্ট ক্রিকেটে এখনও তাঁর দেওয়ার মতো অনেক কিছু বাকি। এমনকি গুঞ্জন ওঠে, বিসিসিআই নাকি কোহলিকে টেস্ট অবসর ভাঙতে অনুরোধ করছে।

তবে আবেগ, আবেদন আর জল্পনা—সবকিছুর মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার পর তিনি বলেন, টেস্ট ক্রিকেট তাঁর জীবনের অধ্যায় হয়ে গেছে। এখন তাঁর পুরো মনোযোগ শুধুই ওয়ানডে ক্রিকেটে।

 

news