২০২৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন বৈভব সূর্যবংশী। মার মার কাট কাট ব্যাটিং দিয়ে ইতিমধ্যে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
চোটের কারণে অধিনায়ক আয়ুষ মহাত্রে ও সহ-অধিনায়ক ভিহান মালহোত্রা দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারছেন না, কিন্তু তারা বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন।
কবজির চোটে আক্রান্ত হওয়ায় মহাত্রে ও মালহোত্রা বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন এবং সরাসরি বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন।
তাদের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য প্রস্তুতি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী।
৩, ৫ ও ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য তিনটা ওয়ানডে ম্যাচের এই সিরিজটা বিশ্বকাপের আগে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হবে ১৫ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে ভারতের অন্য প্রতিপক্ষ বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর আগে পাঁচবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত।
ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াড: আয়ুষ মহাত্রে (অধিনায়ক), ভিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিগ্যান কুন্ডু (উইকেটকিপার), হারভাংশ সিং (উইকেটকিপার), আর এস অম্ব্রিশ, কনিষ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, মোহাম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি. দীপেশ, কিশান কুমার সিং, উদ্ভব মোহন।
