সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে নাটকীয় হার। আর তারপরই রিয়াল মাদ্রিদ নিল বড় এক সিদ্ধান্ত। ম্যাচের মাত্র একদিন পরই প্রধান কোচের পদ ছাড়লেন জাবি আলোনসো! ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, 'পারস্পরিক সমঝোতা'র ভিত্তিতেই এই বিদায়। আর নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন রিজার্ভ দল কাস্তিয়ার কোচ এবং রিয়ালের প্রাক্তন তারকা ডিফেন্ডার আলভারো আরবেলোয়া।
গত গ্রীষ্মে তিন বছরের চুক্তিতে কোচ হিসেবে আসেন আলোনসো। প্রথম দিকে লা লিগায় শুরুটা ছিল দারুণ। কিন্তু ২০২৫ সালের শেষের দিকে দলের পারফরম্যান্সে ধস নামে। লিভারপুল, সেল্টা ভিগো ও ম্যানচেস্টার সিটির মতো দলের বিপক্ষে হারের পর থেকেই তার চেয়ার নড়বড়ে হয়ে উঠছিল।
সুপার কাপে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের পরই চাপ আরও বেড়ে যায়। এছাড়া কিছু তারকা খেলোয়াড়ের সাথে তার সম্পর্ক ভালো না থাকার গুঞ্জনও ছিল। সবমিলিয়েই শেষ পর্যন্ত ক্লাবের সাথে সম্পর্ক ছিন্ন করলেন আলোনসো।
রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, "জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি। তিনি সবসময় ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল মাদ্রিদ সবসময় তার ঘর হয়ে থাকবে।"
এবার সব নজর নতুন কোচ আলভারো আরবেলোয়ার দিকে। রিয়ালের জার্সিতে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলা এই প্রাক্তন ডিফেন্ডার গত কয়েক মৌসুম থেকে রিজার্ভ দল কাস্তিয়ার কোচের দায়িত্বে ছিলেন। সেখানেই তার কাজে সন্তুষ্ট হয়ে তাকেই মূল দলের হাল ধরতে বলেছে ক্লাব কর্তৃপক্ষ।
চ্যালেঞ্জটা কিন্তু মোটেও ছোট নয়। রিয়াল মাদ্রিদ এখন লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে। চ্যাম্পিয়নস লিগেও এখনো ভালো অবস্থানে আছে তারা। এখন দেখার বিষয়, আরবেলোয়া দলকে সামনে নিয়ে কতটা দ্রুত ঘুরে দাঁড় করাতে পারেন। সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের ভক্তদের আশা, প্রাক্তন এই তারকার নেতৃত্বে আবারও জয়রথে চাপবে রিয়াল।
