স্পোর্টস ডেস্ক: বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের যাত্রা থামিয়ে দিল চট্টগ্রাম রয়্যালস। ৫ উইকেটের সহজ জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে চট্টগ্রাম। অন্যদিকে এই হারের মধ্য দিয়েই সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো এবারের নতুন দল নোয়াখালী এক্সপ্রেসকে।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নোয়াখালী এক্সপ্রেসকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম রয়্যালস। উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও হাসান ইসাখিল ভালো শুরু এনে দেন দলকে। দুজন মিলে তোলেন ৩৪ রান। ৮ বলে ১৪ রান করে সৌম্য ফিরে গেলে ভাঙে জুটি। পাওয়ারপ্লের শেষ বলে ২০ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন হাসান ইসাখিল। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় ৪৯ রান।

দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে নোয়াখালী। তিন নম্বরে নেমে জাকের আলী অনিক কিছু বাউন্ডারি হাঁকিয়ে লড়াইয়ের চেষ্টা করেন। তবে অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকে। অধিনায়ক হায়দার আলী ১১ বলে ১২ রান করে হতাশ করেন। জাকের ২২ বলে ২৩ রান করে আউট হন দলের ৮৬ রানের মাথায়।

এরপর হাবিবুর রহমান সোহান (১৫ বলে ১১) ও মুনিম শাহরিয়ার (১ বলে ১) রান করতে ব্যর্থ হন। শেষদিকে সাব্বির হোসেন ১৯ বলে ২২ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেসের ইনিংস থামে ১২৬ রানে।

চট্টগ্রামের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন শরিফুল ইসলাম। মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। তিনটি উইকেট নেন শেখ মেহেদী হাসান, আর একটি করে উইকেট পান আমের জামাল।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে ফিরেন মাহমুদুল হাসান জয়। পরের ওভারেই আউট হন মোহাম্মদ হারিস (৫ বলে ৭)। চারে নামা মাহফিজুল ইসলাম ৮ বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন। টিকে থাকা ওপেনার নাঈম শেখ ৮ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংস খেললেও বেশিক্ষণ থাকতে পারেননি। মাত্র ২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। পাওয়ারপ্লে শেষে স্কোর দাঁড়ায় ৪৪/৪।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক শেখ মেহেদী হাসান ও হাসান নওয়াজ। ধীরে-সুস্থে ম্যাচ নিজেদের দিকে আনেন দুজন। ১৪ বলে ১১ রান করে নওয়াজ আউট হলেও দায়িত্ব নিয়ে ব্যাটিং চালিয়ে যান মেহেদী। পরে আসিফ আলীর সঙ্গে জুটি গড়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে চট্টগ্রাম।

শেষ ওভারে দারুণ এক ছক্কায় দলের জয় নিশ্চিত করেন শেখ মেহেদী। তিনি ৩৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। আসিফ আলী ৩০ বলে ৩৬ রান করে ম্যাচ শেষ করেন। ১৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় চট্টগ্রাম রয়্যালস।

নোয়াখালীর হয়ে ইহসানউল্লাহ নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পান হাসান মাহমুদ, জাহির খান ও সাব্বির হোসেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন শরিফুল ইসলাম।

 

news