জাপানকে হারিয়ে জার্মানিকে টিকিয়ে রাখলো কোস্টারিকা

এবারের বিশ্বকাপে দুই দলই শুরুটা করেছিল ভিন্নভাবে। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে রীতিমতো স্তব্ধ করে জয় তুলে নিয়েছিল এশিয়ার দেশ জাপান। অন্যদিকে স্পেনের কাছে সাত গোল খেয়ে বিধ্বস্ত কোস্টারিকা। আজ হারলেই বিদায়, এমন সমীকরণে চমক দেখিয়ে জাপানকে ১-০ ব্যাবধানে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো উত্তর আমেরিকার দেশ কোস্টারিকা। ফলে বিশ্বকাপের ‘ই’ গ্রুপের লড়াইটা জমে উঠেছে। যদিও শেষ ম্যাচে কোস্টারিকাকে খেলতে হবে জার্মানির বিপক্ষে।

প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে জাপান স্বপ্ন দেখছিলো পরের রাউন্ডে যাওয়ার। তবে কোস্টারিকার বিপক্ষে আজ এই হার তাদের হৃদয় ভাঙতে যথেষ্ট।

আজ ম্যাচের প্রথমার্ধে কোস্টারিকা জমাট রক্ষণে সামলেছে জাপানের আক্রমণ। তবে মধ্যমাঠে তারা তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। যার ছাপটা পড়েছে খেলাতেও। চলতি বিশ্বকাপে এই প্রথমবার প্রথমার্ধের খেলায় কোনো দলই শট নিতে পারেনি। অন্যদিকে বল পায়ে রাখলেও জাপান খুব ভালো খেলেছে তা নয়। তারা ৫৬ শতাংশ বল পায়ে রেখেছিল। উভয় দল গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়।


এনবিএস/ওডে/সি

news