সোমবার রাতে মুখোমুখি হবে পর্তুগাল- উরুগুয়ে
 চলতি কাতার বিশ্বকাপে সোমবার  রাত ১ টায় খেলবে পর্তুগাল ও উরুগুয়ে। এটি গ্রুপ এইচের তৃতীয় ম্যাচ। পর্তুগাল ঘানার বিরুদ্ধে লরাই করে জিতে নেয় গুরুত্বপুর্ণ ৩ পয়েন্ট। বিপরীতে, উরুগুয়ে দক্ষিণ কোরিয়ার  সাথে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। স্পোর্টস মোল

ঘানার বিপক্ষে পেলান্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপে প্রথম গোল করেন। পর্তুগালকে কাতার  বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারেট হিসেবে দেখা না হলেও রোনালদো যদি এই দলের অধিনায়কত্ব করে বিশ্বকাপে সফল করতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে  পর্তুগাল।

গত বৃহস্পতিবার এইচ গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার  মুখোমুখি হয়েছিলো উরুগুয়ে।  ম্যাচটি গোলশূন্য ড্র হয়।   

সোমবারের ম্যাচে পর্তুগালের হয়ে মাঠে নামার সম্ভবনা রয়েছে কোস্টা, কেন্সিলো, ডিয়াস, ডেনিলো, গুয়েরো, ব্যারনান্দ, নিভস, কারভাহো, ফারন্যান্ডেস, রোনালদো এবং ফিলেক্স।

উরুগুয়ের একাদশে থাকবে পচেত, কেসারেস, গোডিন, গিমেনজ, ওলিভেরা, ভালভারদে, বেন্টানকোর, ভেসিনো, পেলিস্ত্রো, সুয়ারেজ এবং নুনেজ।   

আশা করা হচ্ছে পর্তুগাল খুব সহজে উরুগুয়ের সাথে জিতে একটি খেলা বাকি রেখেই বিশ্বকাপ নকআউট রাউন্ডে তাদের জয় নিশ্চিত করতে পারবে।


এনবিএস/ওডে/সি

news