আমি শক্ত আছি ব্রাজিলকে দেখছি: পেলের বার্তা

রোববার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে পেলের ভ্যারিফায়েড ইনস্টাগ্রাম পেজ থেকে একটি বার্তা পোস্ট করা হয়। যেখানে তার চিকিৎসকদের নামও উল্লেখ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বন্ধুরা আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুন। আমি শক্ত আছি, আশা নিয়ে আছি ও স্বাভাবিকভাবে চিকিৎসা গ্রহণ করছি। আমি পুরা মেডিকেল এবং নার্সিং টিমকে তাদের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

কিংবদন্তির বার্তায় আরও বলা হয়েছে, ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের প্রতিটি ভালোবাসার বার্তা আমার প্রাণশক্তি বাড়িয়ে দিয়েছে। ব্রাজিলকে বিশ্বকাপে দেখছি সবকিছুর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে। প্যালিয়াটিভ কেয়ার-এ রাখা হয়। যখন রোগীর শরীরে কোনো চিকিৎসা কাজ করে না, তখনই তাকে প্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়। এই ব্যবস্থার মাধ্যমে উপসর্গ উপশম করা হয়। রোগীর শরীরে যে যে সমস্যা দেখা যাচ্ছে তা থেকে তিনি যাতে কষ্ট না পান সেই ব্যবস্থা করেন চিকিৎসকরা।

৮২ বছর বয়সী এই কিংবদন্তির ২০২১ সালের সেপ্টেম্বরে ক্লোন টিউমার অপারেশন করা হয়। তারপর থেকে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান।

এনবিএস/ওডে/সি

news