বর্তমানে হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। টেক্সট, ছবি কিংবা ভিডিও—সবকিছুই মুহূর্তেই পাঠানো যায় বলে এই অ্যাপ ব্যবহার করছেন কোটি কোটি মানুষ।

সাধারণত কেউ বার্তা পাঠালে সেটি পড়া হয়েছে কি না, তা বোঝা যায় বার্তার নিচে থাকা নীল রঙের দুটি টিক চিহ্ন দেখে। কিন্তু অনেক সময় আমরা চাই না, প্রেরক জানুক যে আমরা তার বার্তা পড়ে ফেলেছি। তাই অনেকে ‘ব্লু টিক’ বন্ধ করে রাখেন।

তবে এতে আবার বিপত্তি তৈরি হয়—কারণ সেটিংস বন্ধ থাকলে কেউই আর বুঝতে পারে না তাদের পাঠানো বার্তা পড়া হয়েছে কি না। ফলে বারবার সেটিংস চালু ও বন্ধ করা বেশ বিরক্তিকর হয়ে ওঠে।

এ সমস্যার সহজ সমাধান আছে। আপনি চাইলে অ্যাপ না খুলেই হোয়াটসঅ্যাপ বার্তা পড়তে পারবেন, আর প্রেরকও জানতে পারবে না যে আপনি মেসেজটি দেখেছেন।

এর জন্য যা করতে হবে—
 স্মার্টফোনের হোমস্ক্রিনে আঙুল চেপে কিছুক্ষণ ধরে রাখুন।
এরপর ‘Widgets’ বা উইজেটস মেনুতে যান।
সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপের ৪x২ ফরম্যাটের উইজেট বেছে নিন এবং হোমস্ক্রিনে যুক্ত করুন।

এবার দেখবেন, হোমস্ক্রিনে একটি ছোট উইন্ডো তৈরি হয়েছে যেখানে নতুন আসা সব বার্তা দেখা যাবে। বার্তা বড় হলে স্ক্রল করে সম্পূর্ণ পড়া সম্ভব—অ্যাপ খুলতে হবে না, ব্লু টিকও দেখা যাবে না!

এই কৌশল বিশেষ করে তাদের জন্য দারুণ, যারা নিজের গোপনীয়তা বজায় রাখতে চান বা বারবার ব্লু টিক অপশন চালু-বন্ধ করতে চান না।

এক কথায়, এই ফিচার ব্যবহার করলে আপনি নিশ্চিন্তে সব মেসেজ পড়তে পারবেন, অথচ কেউ জানবেও না!

 

news