ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো এক দারুণ নতুন সুবিধা। এখন থেকে ফেসবুকে কোনো কিছু পোস্ট করতে গিয়েই আপনি তৈরি করে নিতে পারবেন আপনার মনের মতো ছবি, সরাসরি লেখার মাধ্যমে! বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি তার কয়েকশ কোটি ব্যবহারকারীর জন্য চালু করেছে 'মেটা এআই' এর এই নতুন ফিচারটি।

এর আগে এই সেবাটি শুধু মেটা এআই-এর সাথে আলাদাভাবে চ্যাট করার মাধ্যমেই পাওয়া যেত। কিন্তু এখন সেটি চলে এসেছে ফেসবুকের মূল পোস্ট বক্সের ভেতরেই, যা ব্যবহার করা হবে অনেক বেশি সহজ।

কীভাবে কাজ করে এই ফিচার?
ফেসবুকের 'আপনার মনের কথা বলুন' পোস্ট বক্সের নিচের ডান দিকে আপনি দেখতে পাবেন একটি নতুন বাটন। ইমোজি আইকনের ঠিক পাশেই থাকবে এই অপশনটি। সেখানে ক্লিক করলেই চালু হবে মেটা এআই।

এরপর আপনি যা ইচ্ছে লিখে নির্দেশ দিন। যেমন, "একটি বাঘ নদীতে সাঁতার কাটছে" বা "একজন মহিলা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছেন"। আপনার লেখা নির্দেশনা পড়ে মেটা এআই মুহূর্তের মধ্যেই তৈরি করে দেবে ঠিক সেই রকমের ৪টি আলাদা আলাদা ছবি।

ছবি পছন্দ না হলে?
৪টি ছবির মধ্যে আপনার পছন্দেরটি আপনি বেছে নিতে পারবেন। যদি মনে হয় ছবিটিতে একটু পরিবর্তন দরকার, তাহলে বাম পাশে থাকা বিভিন্ন এডিট করার অপশন ব্যবহার করে সেটিকে আরও নিখুঁত করে নিতে পারবেন। যখন পুরোপুরি সন্তুষ্ট হবেন, তখন 'Done' বোতামে ক্লিক করলেই সেই ছবিটি সরাসরি আপনার ফেসবুক পোস্ট হিসেবে প্রকাশের জন্য ready হয়ে যাবে!

কখন পাবেন এই সুবিধা?
এই মজার ফিচারটি কিন্তু এখনই সবার একসাথে চালু হয়নি। মেটা ধীরে ধীরে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে এটি ছড়িয়ে দিচ্ছে। তাই এখনই না দেখতে পেলে
চিন্তা করার কিছু নেই, আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সবাই এই সুবিধার আওতায় চলে আসবেন।

কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী—সবার জন্যই এই এআই চালিত ছবি তৈরি করার ফিচার একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। এখন খুব সহজেই যে কেউ নিজের মনের ভাবনা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারবেন, কোনো আলাদা সফটওয়্যার বা দক্ষতার প্রয়োজন ছাড়াই।

news