সোশ্যাল মিডিয়া ফেসবুকে তোলপাড় ‘হ্যাঁ’ আর ‘না’ পোস্ট নিয়ে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে-বিপক্ষে নতুন ক্যাম্পেইন চলছে জোরকদমে।
গত ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ দিয়েছে – সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। তার মধ্যে আগামী নভেম্বরে গণভোট করার প্রস্তাব।
অন্যদিকে, নির্বাচনের আগে গণভোটের বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা ফেসবুকে নতুন প্রচারণা শুরু করেছেন। আর গণভোটের পক্ষে জুলাই গণঅভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ফেসবুকে ‘না’ পোস্ট দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ লিখে পোস্ট।
জাতীয় নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।
সেদিন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, আজই সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা দেওয়া হবে। সংবিধানের সঙ্গে না মিললে সরকারি অধ্যাদেশে দ্রুত বাস্তবায়নের পরামর্শ।
তিনি বলেন, সংবিধানসংক্রান্ত ৪৮টা বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। জনগণের মতামত নিতে গণভোটের প্রস্তাব রাখা হয়েছে।
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            