খাগড়াছড়ির রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ফেনী চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের চিকিৎসা সহায়তায় এবং সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল ঢাকার সার্বিক সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবিরের উদ্বোধন করেন খাগড়াছড়ির সাবেক সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। তিনি জানান, এই ক্যাম্প মূলত তাদের জন্য, যারা অর্থের অভাবে চোখের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না।
আয়োজক কমিটি জানিয়েছে, ক্যাম্পে ৬০ জন রোগীকে আমেরিকান ল্যান্স, ১২০ জনকে বিনামূল্যে চশমা এবং চোখের অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। এদিন প্রায় ৬০০ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ফেনী চক্ষু হাসপাতালের পরিচালক মো. রফিকুল ইসলাম, সারজা চ্যারিটি ইন্টারন্যাশনালের ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, এবং স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।


