আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকার যানজট নিরসন ও নিরাপদ যাত্রার জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভায় গৃহীত এসব সিদ্ধান্তে প্রধান বিষয়গুলো হলো:
যানবাহন ব্যবস্থাপনা:
পশুবাহী গাড়ি মহাসড়কের বাম পাশে চলবে
থ্রি-হুইলার যানবাহন মহাসড়কে নিষিদ্ধ
ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ
ট্রাক/লরি চলাচল বন্ধ (জরুরি পণ্যবাহী যান ব্যতীত)
গরুর হাট ব্যবস্থাপনা:
মহাসড়ক সংলগ্ন ২১৭টি স্থানে হাট বসবে না
প্রতিটি হাটে নিরাপত্তাকর্মী নিয়োগ
বিক্রিত পশু বহনের জন্য আলাদা স্থান
অন্যান্য ব্যবস্থা:
গার্মেন্টস ও কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেবে
সড়ক সংস্কার কাজ ঈদের ৭ দিন আগে শেষ
১৪৯টি স্পটে মনিটরিং টিম গঠন
৯৯৯ হেল্পলাইনে জরুরি চিকিৎসা সেবা
যাত্রী সেবা:
বিআরটিসি বিশেষ ঈদ সার্ভিস চালু
ফেরি ও টোল প্লাজায় অতিরিক্ত ব্যবস্থা
বাস টার্মিনালে ভাড়া নিয়ন্ত্রণ
স্বাস্থ্য বিভাগ হাইওয়ে পুলিশকে আশপাশের হাসপাতালের তালিকা সরবরাহ করবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক চালু থাকবে ঈদের আগে ও পরে।


